শিক্ষক দিবসে কেঁপে উঠল ভূমি, কম্পের মাত্রা ৪ রিখটার স্কেল

আজ, শনিবার শিক্ষক দিবসে আতঙ্কে ঘুম ভাঙল বাণিজ্য নগরীর। কয়েক ঘণ্টার ব্যবধানে দু'বার ভূমিকম্প অনুভূত হল মুম্বই ও নাসিকে। এদিন সকাল ৬টা ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয় মুম্বই'য়ে।

মুম্বই: আজ, শনিবার শিক্ষক দিবসে আতঙ্কে ঘুম ভাঙল বাণিজ্য নগরীর। কয়েক ঘণ্টার ব্যবধানে দু'বার ভূমিকম্প অনুভূত হল মুম্বই ও নাসিকে। এদিন সকাল ৬টা ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয় মুম্বই'য়ে।

প্রথম ভূমিকম্পটি হয়েছিল নাসিকে। শুক্রবার, ৪ সেপ্টেম্বর রাত ১১ টা ৪১ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ রিখটার স্কেল। মাত্র কয়েক ঘণ্টা পরেই মুম্বই'য়ে ২.৭ রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে, নাসিক শহরের ৯৮ কিলোমিটার পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

কম্পন বেশিক্ষণ স্থায়ী না হলেও সকালেই কম্পনের জেরে ঘুম ভেঙে যায় মুম্বই নগরীর অনেকের। ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। মুম্বইয়ের চেয়ে নাসিকের কম্পনের মাত্রা তুলনামূলক ভাবে ছিল বেশি। ভূমিকম্পের সময় নাসিক শহর ও তার পার্শ্ববর্তী এলাকা গুলি কেঁপে ওঠে। তবে কোনও প্রাণহানীর খবর প্রকাশ্যে আসেনি।

চলতি বছর অগস্টের শেষের দিকে অরুণাচল প্রদেশের অনজো অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৭। 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র তথ্য অনুযায়ী, ভোর ৩ টে ৩৬ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের মাত্রা কম থাকায় ঘুমিয়ে থাকা শহরবাসী এই কম্পন টের পাননি, তাই আতঙ্ক তৈরি হয়নি।

কয়েকদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজস্থানও। ৫.৫ রিখটার স্কেলে এই কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজস্থানের বিকানির থেকে ৬৬৯ কিমি দূরে। ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে এই কম্পন প্রথম অনুভূত হয়। জুনের ১৮ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে ভারতের উত্তর-পূর্বাংশে.৫ বারেরও বেশি ভূমিকম্প অনুভূত হওয়ায় কেন্দ্র সরকার উদ্বেগ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *