গরম বাড়লে পালাবে করোনা, মন্তব্য করে বিপাকে মুম্বইয়ের চিকিৎসক

গরম বাড়লে পালাবে করোনা, মন্তব্য করে বিপাকে মুম্বইয়ের চিকিৎসক

মুম্বই: বার বার বিভিন্ন জায়গায় বলা হয়েছে, করোনা ভাইরাস ২৭ থেকে ৩০ ডিগ্রির ওপর থেকে কার্যক্রম হারাতে শুরু করে। আর এই কথা বলেই বিপাকে পড়লেন মুম্বইয়ের এক চিকিৎসক। তিনি বার বার বিভিন্ন জায়গায় দাবি করেছেন, গ‌রম পড়লেই করো‌না ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাবে। শুধু তাই নয়, করোনা ভাইরাসকে তিনি ‘চিন থেকে আমদানি’ বলেও উল্লেখ করেন। একাধিক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে ওই চিকিৎসকে মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল নোটিশ পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল সোমবার জানিয়েছে, চিকিৎসক অনিল পাতিলতে নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে জানতে চাওয়া হয়েছে, তিনি বিভিন্ন সাক্ষাৎকারে যে ধর‌নের মন্তব্য করছেন, তার পক্ষে তাঁর কাছে কোনও তথ্য প্রমাণ আছে কী না। এমএমসির প্রেসিডেন্ট শিবকুমার উত্তেকর জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পাতিলের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

এছাড়াও তি‌নি বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন, গ্রীষ্মকাল এলেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে যাবে। রাজ্য ও কেন্দ্র সরকার যে ধরনের নির্দেশ পাঠিয়েছে, তাতে এই ধরনের মন্তব্য করা একেবারেই অনুচিৎ। এছাড়াও ওই চিকিৎসক মন্তব্য করে‌ন, ২০০২ সালে যে সার্সে ভারতের ওপর কোনও প্রভাব ফেলেনি। এই সমস্ত বিবৃতির পক্ষে পাতিলের কাছে কোনও নথি বা তথ্য তাঁর কাছে আছে  কি না।  এসএসসির প্রধান দাবি করেছেন, এএই মন্তব্যের ফলে অনেকেই আগের মতো নিজেদের নিয়ে সচেতন থাকবেন না। তার ফলে প্রাদুর্ভাব কমার জায়গায় বেড়ে যাবে।

বার বার বিভিন্ন জায়গায় বলা হয়েছে, করোনা ভাইরাস ২৭ থেকে ৩০ ডিগ্রির ওপর থেকে কার্যক্রম হারাতে শুরু করে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭।  ভারতে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে করোনার জেরে ভারতে তিন জনের মৃত্য হয়েছে। মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =