একই রোল নম্বরে একাধিক রেজিস্ট্রেশন! পাল্টানো হয় টেট পোর্টালের অ্যালগরিদম, দাবি CBI-এর

একই রোল নম্বরে একাধিক রেজিস্ট্রেশন! পাল্টানো হয় টেট পোর্টালের অ্যালগরিদম, দাবি CBI-এর

Multiple Registrations

কলকাতা: নিয়োগ দুর্নীতির জাল বিস্তৃত ছিল বহু গভীরে৷ পরতে পরতে তৈরি করা হয়েছিল অবৈধদের চাকরির সুযোগ৷ শুধুমাত্র ওএমআর শিটের নকশাতেই ষড়যন্ত্রের করা হয়নি, দুর্নীতি হয়েছে ওএমআরের ডেটাবেস নিয়েও। ওয়েব সাইটের পোর্টালের অ্যালগরিদমে কারচুপি করে রীতিমতো নিয়োগের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল অযোগ্য প্রার্থীদের। প্রাথমিকে নিয়োগ মামলার চার্জশিটে এমনই অভিযোগ জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের দাবি, চক্রান্ত করে অযোগ্য প্রার্থীদের আড়াল করতেই এমনটা করা হয়েছিল৷ 

প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে যে, টেট পাস প্রার্থীদের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছিল। পরবর্তী ধাপের জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের ওই পোর্টালেই নাম নথিভুক্তিকরণ (রেজিস্ট্রেশন)-এর নির্দেশ দেওয়া হয়। রেজিস্ট্রেশনের পরেই ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য। কারা বানিয়েছিল ওই পোর্টাল? চার্জশিটে বলা হয়েছে, বৈধ চুক্তিপত্র ছাড়াই ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ওই পোর্টাল বানানোর দায়িত্ব দেয় মুম্বই এবং কলকাতা-ভিত্তিক সংস্থা রানটাইম প্রাইভেট সলিউশনকে৷  ইতিমধ্যেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কৌশিক মাজিকে গ্রেফতার করেছে সিবিআই। ওএমআর স্ক্যানিংয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই দাবি সিবিআই-এর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =