শিলং: ত্রিপুরার পর মেঘালয়৷ উত্তরপূর্বে ক্রমশ সম্প্রসারণ তৃণমূলের৷ এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা৷ শুধু সাংমাই নন৷ তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সে রাজ্যের ১৬ বিরোধী বিধায়কের মধ্যে ১২ জন৷ যার ফলে মেঘালয়ে প্রধান বিরোধী দল এখন তৃণমূল৷ বুধবার সন্ধ্যায় ঘাস ফুল শিবিরের পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে৷
আরও পড়ুন- শুরুতেই ‘হিংসা’, আগরতলায় রক্ত ঝরল দুই তৃণমূল এজেন্টের, স্পর্শকাতর গোটা রাজধানী
২০২৪-এ লোকসভা ভোটের আগে ছোট রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে নেমেছে তৃণমূল। মমতার মিশন দিল্লির লক্ষ্যে অনেকটাই সাফল্য এল৷ কংগ্রেসের ঘর ভাঙিয়ে শক্তি বাড়াল তৃণমূল৷ এবাং তৃণমূলের ঘরে এলেন মুকুল সাংমা। সঙ্গে আরও ১২ বিধায়ক। যা তৃণমূল নেতৃত্বের কাছে বড় সাফল্য৷ প্রসঙ্গত, বর্তমানে মেঘালয়ে ক্ষমতায় রয়েছে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার।
২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। বর্তমানে তিনি ছিলেন উত্তর পূর্বের এই রাজ্যের বিরোধী দলনেতা। ইস্ট গারো হিলসের দাপুটে নেতা মুকুল দল ছাড়ায় মেঘালয়ে কংগ্রেসের বড় ক্ষতি হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল৷ কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮ থেকে কমে দাঁড়াল ৬৷
তবে বেশ কিছু দিন ধরেই মেঘালয়ের মুকুল ছিলেন বেসুরো৷ জানা গিয়েছে, মাস দেড়েক আগে তাঁকে এড়িয়ে লোকসভার সাংসদ ভিনসেন্ট পালাকে মেঘালয় প্রদেশ কংগ্রেসের সভাপতি করে হাইকমান্ড৷ যিনি আবার সাংমার বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত৷ এর পর থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে তৃণমূলের সঙ্গে ‘যোগাযোগ’ রাখতে শুরু করেন মুকুল। তবে থেকেই তাঁর দল ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল৷ সেই গুঞ্জনই এবার সত্যে পরিণত হল৷