ভোটের মুখে নজরে মুকুল রায়ের সুরক্ষা! Y থেকে পেলেন Z প্লাস নিরাপত্তা

২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছিলেন তিনি

কৃষ্ণনগর: ২০ বছর পর বিধানসভা ভোটে লড়ছেন মুকুল রায়। ২০০১ সালে শেষ বার তাঁকে দেখা গিয়েছিল জগদ্দল কেন্দ্রের প্রার্থী হিসেবে। হাতে তখন ছিল ঘাসফুলের পতাকা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক অনেক জল। ঘাস ছেড়ে পদ্মের বাগানে পা রেখেছেন তিনি। গেরুয়া শিবিরে যাওয়ার পর এবার ফের ভোটে প্রার্থী হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। প্রথম দফা ভোটের তিন দিন আগে বাড়িয়ে দেওয়া হল তাঁর নিরাপত্তা।

২০১৭ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন বিজেপিতে পা রেখেছিলেন মুকুল রায়, তখনই তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। পেয়েছিলেন ওয়াই প্লাস সিকিউরিটি। একুশের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের নিরাপত্তা ওয়াই থেকে বাড়িয়ে জেড করা হল। বুধবার এই নিরাপত্তা বৃদ্ধির কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

বস্তুত, ওয়াই প্লাস নিরাপত্তার সুবাদে এযাবৎ সিআরপিএফ জওয়ানরা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের নিরাপত্তায় হাজির থাকতেন। কিন্তু জেড প্লাসে ঠিক কেমন হবে তাঁর নিরাপত্তা? জানা গেছে, এবার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকতে চলেছেন ৩৩ জন সিআরপিএফ জওয়ান। এঁদের মধ্যে ১০ জন থাকবে সশস্ত্র। শুধু রাস্তায় ঘাটে নয়, এঁরা মোতায়েন থাকবেন বাড়িতেও। এছাড়া, ২৪ ঘন্টাই তাঁর সঙ্গে থাকবেন ৬ জন সিকিউরিটি অফিসার এবং ৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত চালক। এই সমস্ত সুরক্ষার খরচ বহন করে থাকে কেন্দ্রীয় সরকার। বর্তমানে দেশের ৪০-এর বেশি গণ্যমান্য ব্যক্তিত্বকে এই নিরাপত্তা দেওয়া হয়।

উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে এবার মুকুল রায়ের বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টলিউড তারকা কৌশানী। রাজনীতিতে ঘুঘু প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে বিনোদন জগতের জনপ্রিয়তাকে হাতিয়ার করে ঠিক কতটা সাফল্য আসে কৌশানীর সেদিকে চোখ থাকবে নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =