মুম্বই: তিনি বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’৷ তবে সেই তিনিই যখন নায়িকাদের সঙ্গে রোম্যান্সে মজেন, তখন প্রেমের জোয়ারে ভাসে দর্শককুল৷ পরদায় বহু নায়িকার সঙ্গেই রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন অমিতাভ বচ্চন৷ কিন্তু বাস্তবে কতটা রোম্যান্টিক বিগ বি?
আরও পড়ুন- ‘বাঙালি হয়ে হিন্দি বলতে পারি,তোমরা বাংলা শিখবে না কেন?’ ধমক শর্মিলার, চুপ আদিত্য
বেশ কয়েক বছর আগের কথা৷ একটি টিভি শো-তে এসে সেই প্রশ্নের জবাব দিয়েছিলেন জয়া বচ্চন৷ ‘রদেভুঁ উইথ সিমি গারেওয়াল’ শো-তে হাজির হয়েছিলেন বচ্চন দম্পতি৷ তখন তাঁরা দু’জনেই বেশ তরুণ৷ পুরনো সেই সাক্ষাৎকারে বরকে নিয়ে কিছুটা অভিযোগের সুর ঝরে পড়েছিল জয়ার গলায়। যা শোনার পর প্রশ্ন উঠেছিল, সত্যি সত্যি অমিতাভ ভালোবাসতেন তো জয়াকে?
আমিতাভ ও জয়ার সুখের সংসারে ফাটল ধরে যখন রেখার কাছাকাছি আসেন শাহেনশা। একসময় অমিতাভ ও রেখার সম্পর্কের গুঞ্জনে উত্তাল হয়েছিল বলি পাড়া৷ স্বামীকে আটকাতে বহু কাঠখড় পুড়িয়েছিলেন অভিনেত্রী। ১৯৭৮ সালের পর মুকদ্দর কা সিকন্দরের স্ক্রিনিংয়ে পর্দায় আমিতাভ-রেখার গভীর প্রেম দেখে কেঁদে ফেলেছিলেন জয়া। সম্পর্কের এই টানাপোড়েন দূরত্ব বেড়েছিল আমিতাভ-জয়ার৷ পরে অবশ্য স্ত্রীর কাছেই ফিরে এসেছিলেন শাহেনশা৷ এর পর বহু বছর কেটে গিয়েছে৷ পর্দায় আর ধরা দেয়নি রেখা-অমিতাভের জুটি৷ যদিও প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কেউ কখনও কোনও কথা বলেননি৷
is he a romantic? not with me😭😭😭😭😭pic.twitter.com/MRQZoq0N2H
— . (@shizaahahaa) October 19, 2022
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় সিমি জয়াকে প্রশ্ন করেন, অমিতাভ কতটা রোম্যান্টিক? সেই প্রশ্নে লেডি বচ্চনের জবাব ছিল, ‘আমার সঙ্গে তো না’। উত্তর শুনেই অমিতাভ বলেন ‘রোম্যান্স বলতে তুমি কী বোঝাচ্ছ, হাঁটু মুড়ে বসে প্রপোজ করা?’ জয়া পাল্টা বলেন ‘না, ওয়াইন, চকোলেট এসব’! অমিতাভ অবশ্য সাফ জানান ওসব তাঁর দ্বারা হবে না। সেটা শুনেই জয়া বলে বসেন, ‘হয়তো প্রেমিকাদের সঙ্গে এসব করতে পারে’। এর পরেই সিমি জানতে চান, ‘তুমি যখন প্রেমিকা ছিলে?’ কিছুটা হতাশার সুরেই জয়া বলেন, ‘না আমার জন্য তো কখনও করেনি। কথাই তো বলে না!’ তখন বিগ বি বলেন, ‘কথা মানেই সময় নষ্ট করা’!
এই সাক্ষাৎকারটি বহু পুরনো৷ তবে আজও যেন জামতে মন চায় কেমন ছিল অমিতাভ-জয়ার সম্পর্কের সমীকরণ৷ ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা৷। এর পর যেমন সাফল্য এসেছে, তেমন ঝড় উঠেছে৷ সে সব সামলে তাঁদের সম্পর্ক আজও অটুট৷ একে-অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন আষ্টেপৃষ্ঠে।
বিয়ের ১ বছর পরই মেয়ে জন্ম হয়েছিল মেয়ে শ্বেতার৷ দু’বছর পর জন্ম অভিষেকের। এখন ছেলে-মেয়ে নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁদের। তবুও অমিতাভ-জয়ার কথা উঠলেই প্রচ্ছন্নে এসে যায় একটা নাম, রেখা!
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>