হয়নি উচ্চমাধ্যমিক, স্নাতকে ভর্তিতে গুরুত্ব পাচ্ছে মাধ্যমিকের নম্বর

হয়নি উচ্চমাধ্যমিক, স্নাতকে ভর্তিতে গুরুত্ব পাচ্ছে মাধ্যমিকের নম্বর

কলকাতা: করোনার দাপটে তো উচ্চমাধ্যমিকের পরীক্ষায় হয়নি৷ তাহলে কিসের ভিত্তিতে স্নাতক কোর্সে পড়ুয়া ভর্তি নেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা৷ স্বভাবতই জটিলতা এড়াতে কলকাতার একাধিক নামী কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়ায় গুরুত্ব দিতে চাইছেন পড়ুয়াদের মাধ্যমিকের নম্বরকে৷ এক্ষেত্রে তাঁদের যুক্তি, পড়ুয়ারা শেষ হলে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিকে৷ তারপরে করোনা অতিমারির দাপটে আর কোনও পরীক্ষা হয়নি৷ স্বভাবতই, মেধা বিচারের ক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্টকে গুরুত্ব দেওয়া বেশি সঙ্গত বলে সিংহভাগ কলেজ কর্তৃপক্ষের দাবি৷ যদিও অন্য মতও রয়েছে৷ 

আরও পড়ুন- NET উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা UGC-র, স্বস্তিতে প্রার্থীরা

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কলা ও বিজ্ঞান শাখায় স্নাতক পড়ুয়া ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকের ফলাফলকেও গুরুত্ব দেওয়া হচ্ছে৷ দুটি ফলাফলের নিরিখে পড়ুয়াদের মেধা বিচার করে ভর্তি করতে চান তাঁরা৷  লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার সরাসরি জানিয়েছেন,‘‘এবারের স্নাতক পড়ুয়ারা ২০১৯ সালে শেষ হলে গিয়ে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলেন, কারণ তখন কোভিড ছিল না৷ তারপর হলে গিয়ে আর কোনও পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি পড়ুয়ারা৷ তাই মেধা যাচাইয়ের জন্য মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ফলাফলকে আমরা গুরুত্ব দিচ্ছি।” 

শুধু লেডি ব্রেবোর্ন নয় কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) অধীনস্থ বহু কলেজ এবারে মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অন্যমতও রয়েছে৷ যেমন মৌলানা আজাদ কলেজ৷ কলেজের অধ্যক্ষ শুভাশিস দত্তর যুক্তি, “মাধ্যমিকের ৪০ শতাংশ নিয়েই তো পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে। তাই আবার মাধ্যমিকের নম্বর যোগ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না৷ তাই উচ্চমাধ্যমিকের ভিত্তিতেই পড়ুয়া ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *