ধর্মতলা থেকে সরে যাবে বাস টার্মিনাস? জরুরি বৈঠকে বসছে পরিবহণ দফতর

ধর্মতলা থেকে সরে যাবে বাস টার্মিনাস? জরুরি বৈঠকে বসছে পরিবহণ দফতর

 কলকাতা: ধর্মতলা থেকে সরে যাবে বাসস্টপ? শহরের প্রাণ কেন্দ্র থেকে বাস টার্মিনাস সরাতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল রাজ্য পরিবহণ দফতর। আগামী সোমবার অর্থাৎ ৭ অগাস্ট কসবার পরিবহণ ভবন-২-তে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের বেসরকারি পরিবহণ সংগঠনের নেতৃত্বকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে৷ মূলত বেসরকারি বাস পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই এই বৈঠকে ডাকা হয়েছে। কারণ, তাঁদের আশঙ্কা, ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানো হলে পরিষেবা বিঘ্নিত হবে৷

তাঁদের আরও যুক্তি, কলকাতা হাই কোর্টের নির্দেশ মানতে তাঁরা বাধ্য। কিন্তু পরিবহণ দফতরকেও পরিবহণ পরিষেবার কথা মাথায় রেখে যাত্রী ওঠানামার বিকল্প ব্যবস্থা করতে হবে। তেমনটা না হলে অসংখ্য মানুষের ভোগান্তি হবে। হাই কোর্টের নির্দেশ, এসপ্ল্যানেড চত্বর থেকে বাস টার্মিনাস সরিয়ে দিতে হবে৷ সেই নির্দেশ মেনেই ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে শুধুমাত্র যাত্রী ওঠানামার জন্য স্টপেজ করার ভাবনা রয়েছে পরিবহণ দফতর। সোমবারের বৈঠকে বেসরকারি বাসমালিকদের সেই প্রস্তাবই পরিবহণ দফতরের তরফে দেওয়া হবে বলে সূত্রের খবর। 

সেই সঙ্গে বিকল্প বাস টার্মিনাস কোথায় করা যেতে পারে, তা নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে। ইতিমধ্যে ধর্মতলায় বাসস্ট্যান্ড নিয়ে রাইটসকে দিয়ে সমীক্ষা করানোর কাজ শুরু হয়েছে। সব পক্ষের সঙ্গে কথা বলার পরই বিকল্প বাস স্ট্যান্ড এবং অন্যান্য যানবাহনের ‘মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা চূড়ান্ত করবে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *