বেড়ে চলেছে মাউন্ট এভারেস্ট উচ্চতা, কেন জানেন? নতুন তত্ত্ব বিজ্ঞানীদের | Mount Everest Height Increase

Mount Everest Height Increase কলকাতা: ভারত, নেপাল, ভুটান, চিন এবং পাকিস্তান-এই পাঁচটি দেশের সীমানা ঘিরে রয়েছে হিমালয় পর্বতমালা৷ এই পর্বত মালার মধ্যেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ…

Mount Everest Height Increase

Mount Everest Height Increase

কলকাতা: ভারত, নেপাল, ভুটান, চিন এবং পাকিস্তান-এই পাঁচটি দেশের সীমানা ঘিরে রয়েছে হিমালয় পর্বতমালা৷ এই পর্বত মালার মধ্যেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট৷ যার উচ্চতা ২৯,০৩১.৬৯ ফুট বা ৮,৮৪৮.৮৬ মিটার৷ বিজ্ঞানীরা বলছে, এখানেই থেমে থাকবে না মাউন্ট এভারেস্ট৷ কারণ, একটু একটু করে বেড়ে চলেছে এর উচ্চতা৷ গবেষণা করে দেখা গিয়েছে, এভারেস্টের উচ্চতা ১৬৪ ফুট বেড়ে গিয়েছে। কিন্তু, কেন এমনটা হচ্ছে? (Mount Everest Height Increase)

দায়ি অরুণ নদী Mount Everest Height Increase

বিজ্ঞানীরা বলছেন, এর জন্য দায়ি একটি নদী। তাঁদের মতে, এই নদীর জন্যই বেড়ে চলেছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। মাউন্ট এভারেস্ট থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই নদীটি ৮৯ হাজার বছর আগে অন্য একটি নদীর সঙ্গে মিলিত হয়েছিল৷ বিভিন্ন কারণে সেই নদীতে ভাঙন ধরতে শুরু করলে মাটি খসে পড়তে শুরু করে। যা একটি গভীর উপত্যকার সৃষ্টি করে। ক্ষতিগ্রস্ত হয় বিশাল অংশের জমি৷ আর সেই জায়গায় গড়ে ওঠে পাহাড়৷

তিব্বত থেকে নেপালে ঢোকে অরুণ

গবেষকরা বলছেন, এই অরুণ নদী তিব্বত থেকে সোজা নেপালে প্রবেশ করে আরও দুটি নদীর সঙ্গে মিলিত হয়৷ তখন ওই নদীটির নাম হয় কোশী। যা নেপাল থেকে উত্তর ভারতে প্রবেশ করে গঙ্গায় মিলিত হয়৷ খাড়া পর্বতমালার মধ্যে দিয়ে প্রচণ্ড স্রোতে নেমে আসার ফলে অরুণের পলিমাটি কেটে নিয়ে আনার ক্ষমতাও অত্যন্ত বেশি। অরুণ তার যাত্রাপথে প্রচুর পরিমাণে পাথর-মাটি বয়ে এনেছে।

কী বলছেন বিজ্ঞানীরা

ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের বিজ্ঞানীরা বলছেন, অরুণ নদীর অববাহিকার ভূমি-ক্ষয়ই প্রতিবছর মাউন্ট এভারেস্টের উচ্চতা দু’মিলিমিটার করে বাড়িয়ে দিচ্ছি৷ বিষয়টি আরও ব্যখ্যা করে অ্যাডাম স্মিথ বলছেন, ‘এটা অনেকটা পণ্যবাহী জাহাজ থেকে মালপত্র খালি করার মতো৷ জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়ার পরে জাহাজটি যেমন খানিকটা ভেসে ওঠে, তেমনই ভূমির ক্ষরণ হলে পর্বতশৃঙ্গটিও কিছুটা ওপরে উঠে যায়৷’

 

যদিও এভারেস্টের উচ্চতা বৃদ্ধি নিয়ে আরও একটি তত্ব প্রচলিত রয়েছে৷ আমরা জানি, ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে সংঘাতের ফলে হিমালয়ের জন্ম হয়েছে। সেই দুটি প্লেটের ঘাত-অভিঘাতের কারণে এখনও হিমালয়ের উচ্চতা একটু একটু করে বেড়ে চলেছে৷

 

Science: The Himalayas, shared by India, Nepal, Bhutan, China, and Pakistan, include Mount Everest, the world’s highest peak. Recent research shows Everest’s height is increasing, attributed to the Arun River’s erosive power, raising the peak by 2 mm annually.