পাকিস্তান সরকারের শীর্ষ পদে মুম্বই হামলার মাস্টারমাইন্ড ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ ইব্রাহিম!

পাকিস্তান সরকারের শীর্ষ পদে মুম্বই হামলার মাস্টারমাইন্ড ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ ইব্রাহিম!

dawood ibrahim

করাচি ও নয়া দিল্লি: ভারতের খাতায় তিনি ‘মোস্ট ওয়ান্টে’৷ রাষ্ট্রসঙ্ঘের তালিকাতেও তাই। ভারতে একাধিক নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অন্ধকার জগতের সেই কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমই বর্তমানে পাকিস্তান সরকারের শীর্ষপদে আসীন। তিনি নাকি পাক গোয়েন্দা সংস্থার আইএসআই-এর স্পেশাল অ্যাডিশনাল ডিজি। তেমনটাই জানা গিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্টেও একই দাহি করা হয়েছে৷

জানা গিয়েছে, দাউদকে পুরোদস্তুর নিয়ম মেনেই নিয়োগ করা হয়েছে৷ তাঁকে নিয়োগপত্র দিয়েই আইএসআই-এর শীর্ষপদে নিয়োগ করা হয়েছে৷ করাচির ফ্লিনটচফ রোডের উপর দাঁড়িয়ে থাকা দাউদের বাসভবনেই রয়েছে তাঁর অফিস। এই মাফিয়া ডনের উপর নির্দিষ্ট দায়িত্ব সঁপেছে আইএসআই। সেই মতো পাক গোয়েন্দা সংস্থা প্রধান নদিমানজুমের কাছেও রিপোর্ট করছেন তিনি। পরিস্থিতি যা, তাতে এটা স্পষ্ট যে, রাষ্ট্রসঙ্ঘের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত এই অপরাধীকে বেশ মাথায় তুলেই রেখেছে পাকিস্তান।

যদিও এ বিষয়ে পাকিস্তান সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি। তারা তো এটাই মানতে নারাজ যে, দাউদ তাদের দেশে রয়েছে৷ যদিও পাক পুলিশের বিশেষ বাহিনী ২৪ ঘণ্টা দাউদের চারপাশে থাকে বলেই সূত্রের খবর। এমনকি দাউদের মদতে তাঁর ঘনিষ্ঠরা পাকিস্তানে বসে মাদক কেনা-বেচার কারবার বহাল তবিয়তে চালাচ্ছেন বলেও সূত্রের খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =