গায়ে গায়ে গাঁথা কালো হিরে, কোথাও খচিত বিরল সবুজ রত্ন! বিশ্বের সবচেয়ে দামি কলম কোনগুলি জানেন?

গায়ে গায়ে গাঁথা কালো হিরে, কোথাও খচিত বিরল সবুজ রত্ন! বিশ্বের সবচেয়ে দামি কলম কোনগুলি জানেন?

1eca12aeac75c742a074c34d6640c197

কলকাতা: শখ বড় বালাই৷ শখ পূরণে কত মানুষ কত কিছুই না করে থাকে৷ তবে শখ সকলের এক হয় না৷ নানা জনের নানা জিনিসের প্রতি ঝোঁক৷ যেমন অনেকের শখ নামী পেন৷ হ্যাঁ, তাঁরা নিজের সংগ্রহে রাখতে চায় নামী ব্র্যান্ডের কলমের সম্ভার৷ যার মূল্যও আকাশছোয়া৷ জানেন বিশ্বে এমন কিছু কলম আছে যার দাম কয়েক কোটি টাকা। সেই কলমগুলির বৈশিষ্ট্যও অনন্য৷ 

 

 

২০১০ সালে সাংহাইয়ে ইটালির একটি পেন সংস্থা নির্মিত কলম নিলামে ওঠে৷ যার বিকোয় প্রায় ৬৬ কোটি টাকায়৷ অনেকেই মনে করেন, এটিই  বিশ্বের সবচেয়ে দামি কলম৷ এই কলমটির নাম ‘দ্য ফালগর নকটার্নাস’। কিন্তু কী এমন আছে ‘দ্য ফালগর নকটার্নাস’-এ? এই কলমের সারা গায়ে রয়েছে ৯৪৫ টুকরো কালো হিরে এবং ১২৩ টুকরো রুবি৷ সেই কারণেই এই কলম এত মূল্যবান৷

এবার আসা যাক ‘মঁব্লাঁ বোহেম রয়্যাল’ –এর কথায়৷ এই কলমটি তৈরি হয়েছে ১৮ ক্যারাট সাদা সোনা দিয়ে৷ যার উপর রয়েছে ১৪০০টি হিরের টুকরো। এই  কলমের মূল্য ভারতীয় মুদ্রায় ১২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা।

প্ল্যাটিনাম ব্যারেল এবং ৩০ ক্যারাট হিরে দিয়ে ইটালির একটি সংস্থা তৈরি করে ‘অরোরা ডায়ামেন্টে’ নামে একটি কলম। বছরে এক বার করে এই বিশেষ কলমটি তৈরি করা হয়৷ ‘অরোরা ডায়ামেন্টে’র একটি বৈশিষ্ট রয়েছে৷ এই কলমে নিজের ইচ্ছামতো স্বাক্ষর বা ছবি খোদাই করা যায়। ভারতীয় মুদ্রায় এই কলমটির মূল্য ১২ কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৪০০ টাকা।

সুইৎজারল্যান্ডেও একটি বিশেষ ধরনের ফাউন্টেন পেন পাওয়া যায়৷ যার কাঠামো তৈরি হয় ১৮ ক্যারাট সাদা সোনা দিয়ে৷ পুরো কলমটির গায়ে জড়ানো থাকে ৮৫০টি হিরের টুকরো৷ কারান ডি’একের তৈরি ‘১০১০ ডায়মন্ড ফাউন্টেন পেন’টির বাজার মূল্য ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা।
 

বিশ্বের সবচেয়ে দামি কলমের দুনিয়ায় নাম লিখিয়ে ফেলেছে ‘হেভেন গোল্ড’ নামের একটি কলম৷ ভারতীয় মুদ্রায় এই কলমের দাম ৮ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা। চিনা নিউমেরোলজির উপর নির্ভর করে এই কলমটির গায়ে বসানো হয়েছে ১,৮৮৮টি হিরের টুকরো৷ ‘হেভেন গোল্ড’ কলম তৈরিতে ব্যবহার করা হয়েছে সাভোরাইট নামে একটি অমূল্য সবুজ রত্ন৷ যা পাওয়া যায় আফ্রিকায়৷ 

রত্নখচিত কলমের মধ্যে প্রথম সারিতে থাকা ‘মিস্ট্রি মাস্টারপিস’ কমলটি যৌথভাবে তৈরি করেছে মঁব্লাঁ এবং ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস৷ এই কলমটির মূল্য ৬ কোটি ৬ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা। ৩০ ক্যারাটের রত্নের পাশাপাশি এই কলম উজ্জ্বল হয়েছে হিরের ছটায়৷

২০০৭ সালে মঁব্লাঁর নিয়ে আসে ‘প্রিন্স রেনিয়ার ৩’ নামে একটি কলম৷ যা তৈরি করা হয় হিরে এবং রুবি দিয়ে৷ ১৮ ক্যারাট সাদা সোনায় মোড়া এই কলমের দাম ভারতীয় মুদ্রায় ২ কোটি ১২ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা। এই ধরনের মোট ৮১টি কলম তৈরি করা হয়েছিল। সবকটিই বিক্রি হয়ে গিয়েছে৷ 

সুইৎজারল্যান্ডের সংস্থা ক্যারান ডি’এক ২০০১ সালে তৈরি করে ‘লা মর্ডানিস্টা’ ৷ এই কলমের ব্যারেল প্লাটিনাম দিয়ে তৈরি’। এই ধরনের কলম মোট আটটি তৈরি করা হয়েছিল। এই কলমে তিন হাজারেরও বেশি হিরের টুকরো গাঁথা রয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী এই কলমের মূল্য ২ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *