নিউ ইয়র্ক: বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শোয়ের নাম মেট গালা৷ যার বিশেষত্ব হল অদ্ভূত সাজ৷ দলে দলে তারকারা হাজির হন নিউ ইয়র্কের এই ঝলমলে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের দায়িত্বে থাকেন বিশিষ্ট একটি ফ্যাশন-পত্রিকার সম্পাদক৷ নিমন্ত্রিতদের তালিকায় রাখা হয় প্রথম সারির তারকাদের। ২০২৩-এর মেট গালায় প্রথম বার ডাক পেলেন বলিউড তারকা আলিয়া ভাট। মেট গালার লাল গালিচায় আলিয়া যেন স্বর্গ থেকে নেমে আসা কোনও পরী! নজর কাড়েন জেনিফার লোপেজ, নাওমি ক্যাম্পবেল থেকে প্রিয়াঙ্কা চোপড়া সকলেই৷ কোন তারকা কেমন সেজে এলেন এদিন?
চলতি বছর মেট গালার থিম ছিল জার্মানির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল লাজেরফেল্ডের করা নকশা। ২০১৯ সালে প্রয়াত হন বিখ্যাত পোশাক শিল্পী। এবারের মেট গালায় তাঁকেই শ্রদ্ধা জানানো হয়েছে।
জেনিফার লোপেজ- মেট গালার রেড কার্পেটে নজর কাড়া পোশাকে হাজির হয়েছিলেন জেনিফার লোপেজ৷ কাস্টম সিল্ক ভেলভেটের হাল্টার-নেক গাউনে দুর্দান্ত লাগছিল তাঁকে৷ উর্ধ্বাঙ্গ ঢাকা ছিল এক ফালি কালো কাপড়ে৷ উন্মুক্ত বুকের খাঁজ৷ অত্যন্ত বোল্ড এই পোশাকটি তৈরি করেন রাল্ফ লরেন৷
কিম কার্দাশিয়ান- মেট গালার জন্য একটি ক্রিম রংয়ের পোশাক বেছে নিয়েছিলেন কিম কার্দাশিয়ান। মুক্তা এবং স্ফটিকের আবারণে মেট গালায় অংশ নিয়েছিলেন তিনি। ৫০ হাজার ফ্রেশওয়াটার পার্ল এবং ১৬ হাজার ক্রিস্টাল দিয়ে তার পোশাক তৈরি করা হয়৷ তা দিয়েই ঢাকা ছিল কোমর থেকে পা৷
আলিয়া ভাট- মেট গালায় আলিয়া সেজেছিলেন সাদা রং-এর পোশাকে৷ তাঁর পোশাক জুড়ে ছিল মুক্তোর কারুকাজ। ১ লক্ষ মুক্ত গেঁথে তৈরি করা হয় আলিয়ার পোশাক। সেই সঙ্গে হাতে মুক্তোর আংটি, কানে মুক্তোর দুল আর গ্লোয়ি মেকআপে দেখা যায় রণবীর-ঘরনিকে। আলিয়ার পোশাকটি ডিজাইন করেন ভারতীয় পোশাকশিল্পী প্রবাল গুরুং। মেট গালার লাল গালিচায় পোশাকশিল্পীর সঙ্গে ছবিও তোলেন অভিনেত্রী৷
প্রিয়াঙ্কা চোপড়া- এই নিয়ে তৃতীয়বার মেট গালায় অংশগ্রহণ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ‘মেট গালা’-তেই প্রথমবার স্বামী নিক জোনাসের সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কার। এবারের গালার জন্য প্রিয়াঙ্কা এবং নিক উভয়েই কালো এবং সাদা ভ্যালেন্টিনো পোশাক বেছে নিয়েছিলেন।
মিকেলা কোল- মিকেলা কোল মেট গালায় ২০২৩-এর সহ-সঞ্চালক৷ এই বিশেষ রাতের জন্য তিনি একটি গিল্ডেড শিয়াপারেলি সেমি-শিয়ার গাউন বেছে নিয়েছিলেন৷ লম্বা হাতা, কার্ভ-হ্যাগিং সিলুয়েট, গাঢ় বাদামী বেসের উপর ১,৩০,০০০ ক্রিস্টাল এমব্রয়ডারি করা পোশাকে রেড কার্পেট আলোকিত করেন তিনি৷
পেড্রো পাস্কাল- মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট গালায় পা রাখেন পেড্রো পাস্কাল। লাল শার্ট, কালো শর্টস, একটি টাই এবং একটি লম্বা লাল কোটে ছিমছিম ভাবে আসেন তিনি৷
কেন্ডেল জেনার – মেট গালার রেড কার্পেটে বোল্ড ব্ল্যাক পোশাকে ধরা দেন কেন্ডেল৷ তিনি বেছে নিয়েছিলেন নো-প্যান্ট ফ্যাশনকে৷ এই সুপারমডেল ফ্যাশনের সবচেয়ে বড় রাতে সবচেয়ে সাহসী লুক পরিবেশন করেছেন৷
নাওমি ক্যাম্পবেল– গোলাপি এবং রুপোলি শাড়ি গাউন পরে ইভেন্টে আসেন নাওমি ক্যাম্পবেল।
মেট গালার জন্য সাদা পোশাক বেছে নিয়েছিলেন অ্যান হ্যাথাওয়ে। অন্যদিকে, এদিন একটি লাল পোশাক পরেছিলেন সালমা হায়েক। জ্যারেড লেটো কার্ল লেগারফেল্ডের বিড়াল আকৃতির একটি পোশাক পরেছিলেন।
ইভেন্টে রুপোলি রংয়ের পোশাকের সঙ্গে বিড়াল সাদৃশ কৃত্রিম সামগ্রী পরে সেজে এসেছিলেন দোজা ক্যাট।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>