আফগানিস্তানে আটকে রয়েছেন দু’শোর বেশি বাংলার মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী

আফগানিস্তানে আটকে রয়েছেন দু’শোর বেশি বাংলার মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা:  তালিবান শাসনে আতঙ্কে অফগানিস্তান৷ দেশ ছাড়ার মরিয়া চেষ্টা আফগান নাগরিকদের৷ এই শোচনীয় পরিস্থিতির মধ্যেই দার্জিলিং, কালিম্পং, তরাই অঞ্চলের দু’শোর বেশি মানুষ আটকে রয়েছেন আফগানিস্তানে৷ রাজ্য সরকারের তরফে এ কথা জানানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, বাংলার মানুষ যাঁরা আফগানিস্তানে আটকে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভালো রয়েছেন। তাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী৷ 

আরও পড়ুন- ‘রবীন্দ্রনাথ কালো ছিলেন, পরিবারের অনেকেই কোলে নিতেন না’, নয়া ‘ইতিহাসে’ বিতর্কে সুভাষ সরকার

তালিবানরা ক্ষমতা দখল করার পর বহু আফগান নাগরিক প্রাণভয়ে দেশ ছাড়ছেন৷ শরণার্থী হিসেবে তাদের আশ্রয় দেওয়া নিয়ে এদিন প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দূতাবাসের কর্মী ছাড়াও  আফগানিস্তানে যে স্বল্প সংখ্যক হিন্দু ও শিখ রয়েছেন তাঁদের ভারতে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছেন নয়াদিল্লি৷  বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ‘‘আফগানিস্তানে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে৷ যাঁরা ভারতে ফিরতে আগ্রহী, সরকার তাঁদের সবরকম ভাবে সহযোগিতা করবে৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + two =