৫ বছরে ২০ শতাংশের বেশি রিটার্ন! এই ৪ ইকুয়িটি মিউচুয়াল ফান্ডে লক্ষ্মীলাভ হতে পারে

৫ বছরে ২০ শতাংশের বেশি রিটার্ন! এই ৪ ইকুয়িটি মিউচুয়াল ফান্ডে লক্ষ্মীলাভ হতে পারে

imagesmissing

কলকাতা: ৫ বছরে ২০ শতাংশের বেশি রিটার্ন! এই ৪টি ইকুয়িটি মিউচুয়াল ফান্ডের কথা জানলে বিনিয়োগ আগে খুব বেশি ভাবতে হবে না আপনাকে৷ লার্জ ক্যাপ নাকি স্মল ক্যাপ, মার্কেটের শীর্ষ এখন কে? 

কোন ইকুয়িটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাটা সবথেকে লাভজনক? টেকনলজি নাকি ফার্মা বা হেলথকেয়ার ফান্ড? বিশেষজ্ঞরা বলছেন এপ্রিলের শুরুতেই এই কাজটা করলে ৫ বছরে ঝুঁকির রিস্ক অনেকটাই কম থাকতে পারে তেমনটাই বলছে রেকর্ড একইসঙ্গে এই সব ইকুয়িটি মিউচুয়াল ফাণ্ড থেকে আপনি ৫ বছরে ২০ শতাংশের বেশি রিটার্ন পেতে পারেন৷ কারণ ভুলভাবে বিনিয়োগ করলে লাভের গুড় পিঁপড়েয় খাবে৷ 

ইকোনমিক্স টাইমসের বিশেষজ্ঞরা বলছেন, ইনফ্রাস্ট্রাকচার ফান্ডস পাঁচ বছরে গড়ে ২৩.০৫% রিটার্ন দিয়েছে। Quant Infrastructure Fund দিয়েছে ৩৩.৫৭% রিটার্ন৷ তবে UTI Infrastructure Fund পাঁচ বছরে সর্বনিম্ন রিটার্ন দিয়েছে প্রায় ১৮.৭৪%।

প্রযুক্তি তহবিল বা টেকনলজি ফান্ড পাঁচ বছরে গড়ে ২২.৯৯% রিটার্ন দিয়েছে। এর মধ্যে Aditya Birla Sun Life Digital India Fund সর্বোচ্চ ২৩.৬৯% রিটার্ন দিয়েছে। SBI Technology Opportunities Fund দিয়েছে সর্বনিম্ন ২২.০৭% রিটার্ন৷ 

বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্র মার্কেটের শীর্ষে রয়েছে স্মলক্যাপ ফান্ডগুলি৷ ৫ বছরে ২০ শতাংশের বেশি রিটার্নের ক্ষেত্রে রয়েছে ফার্মা বা হেলথকেয়ার ফান্ডগুলিও৷ DSP Healthcare Fund এই ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে৷ ৫ বছরে রিটার্ন দিয়েছে ২৫.৬৮%৷ এছাড়াও LIC MF Healthcare Fund ১৮.৬৩% রিটার্ন দিয়েছে৷ তথ্য বলছে, এনার্জি ও পাওয়ার সেক্টর ভিত্তিক ফান্ড ৫ বছরে ২২.৫০% গড় রিটার্ন দেয়। Nippon India Power & Infra Fund রিটার্ন দিয়েছে ২৫.৬০%৷ Tata Resources & Energy Fund দিয়েছে ২২.১৫ %৷ DSP Natural Resources & New Energy Fund দিয়েছে ১৯.৭৪%৷ 

কী ভাবছেন, আপনিও কি এই সমস্ত ফান্ডে এবার টাকা রাখবেন? যার তার কথা কিংবা বেশি রিটার্ন দিয়েছে, এই সমস্ত ফান্ডে চোখ বন্ধ করে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে৷ কারণ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নিন৷ বয়স, ঝুকি নেওয়া ক্ষমতা, অর্থনৈতিক লক্ষ্যমাত্র নির্দিষ্ট না করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সঠিক সিদ্ধান্ত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা৷

মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ৷ তবে লক্ষ্য স্থির থাকলে এই মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক এফডির থেকেও আপনাকে বেশি রির্টান দিতে পারে৷ আপনার ভরসার জায়গা হয়ে উঠতে পারে মিউচুয়াল ফান্ড। তবে, যে কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেই চলবে না৷ সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷ আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এখনই ফোন করুন ৯০৯৩২১১২১১ নম্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *