জয়পুরে ১০ হাজারের বেশি শিশু করোনা পজিটিভ

জয়পুরে ১০ হাজারের বেশি শিশু করোনা পজিটিভ

জয়পুর: কর্ণাটক, রাজস্থানের দুঙ্গারপুরের পর এবার জয়পুর। এপ্রিল ও মে মাসে জয়পুরে ৩ হাজারের বেশি শিশু করোনায় আক্রান্ত, ১১ থেকে ২০ বছর বয়সিদের মধ্যে ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে করোনায়৷

চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে জয়পুরে ২০ বছর পর্যন্ত মাত্র ৪৩১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর মিললেও এপ্রিল ও মে মাসে রাজস্থানের জয়পুরে প্রচুর সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে৷ স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে জয়পুরে ১০ বছর পর্যন্ত ৩,৫৮৯ ও ১১ থেকে ২০ বছর পর্যন্ত ১০,০২২ জন করোনা পজিটিভ ৷ সরকারি তথ্য অনুযায়ী এপ্রিলে ০-১০ বছরের মধ্যে ১৬৭২ শিশু কোভিড পজিটিভ, ১১-২০ বছরের মধ্যে ৪৬৮১ জন করোনা পজিটিভ৷ পয়লা মে থেকে ২৩ মে পর্যন্ত ০-১০ বছরের মধ্যে কোভিড পজিটিভ ১৯১৭ শিশু, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৩৪১ জন করোনায় আক্রান্ত৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজস্থানে ২১ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে গত ২ মাসে প্রায় ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ৷ এই বয়সি লোকজনের মধ্যেই দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ৷  কিন্তু গত দু’মাসে এত শিশু করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে৷ রাজস্থানের অন্যান্য জেলার মতো জয়পুরের অবস্থাও বেশ উদ্বেগজনক৷

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্তের সম্ভাবনা বেশি বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা৷ রাজস্থানে এপ্রিল ও মে মাসে প্রচুর সংখ্যক শিশু করোনা পজিটিভ হওয়ায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, তাহলে কি তৃতীয় ঢেউ এসে গিয়েছে? করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও, একের পর এক শিশুদের আক্রান্ত হওয়ার খবরে নতুন করে চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে৷ এখন থেকেই তৃতীয় ঢেউ নিয়ে মানুষের মধ্যে চিন্তা ও উদ্বেগ বেড়ে চলেছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =