COVID-19
কলকাতা: দেশজুড়ে শীতের মরশুম শুরু হতেই ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা৷ বেশ কয়েকদিন ধরেই বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ কোভিড রোগীর সংখ্যা একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। পরিস্থিতি বিবেচনা করে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশের জনগনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা এখনও কোভিড ভ্যাকসিন নেননি, তাঁদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা চলছে৷
রবিবারের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, একদিনে ভারতে কোভিড আত্রান্ত হয়েছেন ১৬৬ জন। তাঁদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। শীত পড়তে অনেকেই জ্বর-সর্দিকাশিতে আক্রান্ত হচ্ছে৷ নমুনা পরীক্ষা করলেই মিলছে কোভিডের ভাইরাস৷ এই সময় সকলকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে৷