তৃতীয়বার ক্ষমতায় ফিরবেন মোদী? কতটা হেরফের হবে আসন সংখ্যায়, কী বলছে সমীক্ষা রিপোর্ট

তৃতীয়বার ক্ষমতায় ফিরবেন মোদী? কতটা হেরফের হবে আসন সংখ্যায়, কী বলছে সমীক্ষা রিপোর্ট

nda

নয়াদিল্লি:  শিয়রেই লোকসভা ভোট৷ সব কিছু ঠিক থাকলে সম্ভবত এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে নির্বাচন৷ দিল্লি দখলের লড়াইয়ে যে এবারও এনডিএ জোট এগিয়ে, তা এক কথায় বলাই যায়৷ নরেন্দ্র মোদী যে হ্যাট্রিক করতে চলেছেন, সেই ইঙ্গিত মিলেছে সমীক্ষা রিপোর্টেও৷ কিন্তু প্রশ্ন হল, এবারও কি ৪০০-র গন্ডি পেরিয়ে যাবে এনডিএ শিবির? 

লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আব কি বার ৪০০ পার’। তাঁর গলায় শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুরে৷ বলেছিলেন, ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি একাই দখল করবে ৩৭০ আসন। এনডিএ পার করবে চারশোর গণ্ডি। কিন্তু মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে, নরেন্দ্র মোদী ৩.০ জমানা শুরু এখন সময়ের অপেক্ষা৷  তবে ২০১৯-এর মতো এত বেশি আসন পাবে না এনডিএ জোট৷  এনডিএ-র আসন অনেকটাই কমবে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

মুড অফ দ্য নেশনের সমীক্ষা রিপোর্ট বলছে,  এবার খুব বেশি হলে ৩৩৫টি আসন পাবে এনডিএ। ফলে খুব সহজেই ২৭২ এর ম্যাজিক ফিগার পেয়ে যাবেন তাঁরা। তবে সমীক্ষা অনুযায়ী, ২০১৯-এর চেয়ে ১৮টি আসন কম পাবে এনডিএ জোট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fifteen =