আজ বিকেলেও হবে বর্ষণ, আকাশ ঢাকবে কালো মেঘে, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ বিকেলেও হবে বর্ষণ, আকাশ ঢাকবে কালো মেঘে, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

2a24f36c929dd2533ac8522cbbd01fe3

কলকাতা: দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা৷ ভারী বৃষ্টির দেখা না মিললেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে৷ বৃহস্পতিবার বিকেলের পরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (৭০ থেকে ১১০ মিলিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে৷

 আগামিকালও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবারও৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 ২৫ জুন রবিবার ও ২৬ জুন সোমবারও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি,  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে এই দিনগুলির জন্য কোনও সতর্কতা থাকছে না।

 
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তী ২ দিন আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না৷ পশ্চিমের জেলাগুলিতেও এখন আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বর্ষা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সব জেলাতেই বৃষ্টি পরতে শুরু করবে৷