কলকাতা: উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা৷ সোমবারই আলিপুর আবহাওয়া দফতরের তরফে সে কথা জানানো হয়েছে৷ রাজ্যের একাংশে দক্ষিণ-পশ্চিমী বায়ু ঢুকে পড়লেও এখনও গরমে তেতেপুড়ে একসার দক্ষিণবঙ্গের মানুষ। সকলের মুখে একটাই প্রশ্ন, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা?
উত্তরবঙ্গে পাঁচদিন দেরিতে বর্ষার আগমন ঘটেছে৷ তবে উত্তরের প্রায় সব জেলাতেই বর্ষা পৌঁছে গিয়েছে। তার জেরে গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা এবং মালদার বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ, মঙ্গলবার থেকে আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী পাঁচদিন উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। টানা পাঁচদিন এরকম আবহাওয়া থাকবে।
তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই৷ ফি বছর সাধারণত ১১ জুন বর্ষা ঢুকে পড়ে দক্ষিণে। তবে এবছর উত্তরবঙ্গে বর্ষা আসতেই অনেকটা দেরি করে ফেলেছে। ফলে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, তা নিয়ে স্পষ্ট কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস। উল্টে বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে৷ আগামী ৫ দিন বজায় থাকবে গরমের দাপট৷
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গল ও বুধবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে এরপর কয়েকদিন আবহাওয়া বেশ শুষ্ক থাকবে। গরমের অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>