আমি চোর হলে দিদি কেমন মানুষ? বিস্ফোরক মনোরঞ্জন, দিলেন বিচারপতির দ্বারস্থ হওয়ার বার্তা

আমি চোর হলে দিদি কেমন মানুষ? বিস্ফোরক মনোরঞ্জন, দিলেন বিচারপতির দ্বারস্থ হওয়ার বার্তা

Sister

কলকাতা: নবীন-প্রবীণ দ্বন্দের মধ্যেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ! যদিও দলের অন্দরে বহুদিন ধরেই বিদ্রোহী ভূমিকা পালন করছেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। নতুন বছরের শুরুতেই ফের বোমা ফাটালেন তিনি। বলাগড়ের এক ‘উপনেতা’ এবং দলীয় এক নেত্রীর দুর্নীতি ফাঁস করে দেবেন বলে রীতিমতো হুমকি দিলেন তিনি। মনোরঞ্জন এও জানান তিনি ‘এসপার-ওসপার’ করেই ছাড়বেন৷ প্রয়োজনে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ হবেন! 

ফেসবুক পোস্টে মনোরঞ্জন Sister

বুধবার সকালে একটি ফেসবুক পোস্টে মনোরঞ্জন লেখেন, “এক মাটির মাফিয়া বালি মাফিয়া গাঁজার পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা-  আমাকে চোর বলেছে খুনি বলেছে ধর্ষণ বলছে। আমি নাকি- মহাশ্বেতা দেবীর লেখা নিজের নামে ছাপিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি, সেই আমাকে  দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন। আমি যদি এই তাহলে দিদি বা কেমন মানুষ? তিনি আমার বিষয়ে কোন খোঁজ খবর  নিলেন না? আর এই দলটি বা কেমন ? যারা এমন একটা চোর ছ্যাচোরকে দলের  সঙ্গে যুক্ত করলেন? তাহলে যে বিরোধীরা বলে ‘চোর চোর চোর চোর-  তৃনমূলের  সবাই চোর’!  সেটা কি সত্যি? চোর ছাড়া দলে আর কোনও লোক নেই?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =