মাস্কের মধ্যে টাকা বিলি, প্রভাবিত করার চেষ্টা, বিস্ফোরক অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে

মাস্কের মধ্যে টাকা বিলি, প্রভাবিত করার চেষ্টা, বিস্ফোরক অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে

মুর্শিদাবাদ:  সপ্তম দফায় সরগরম মুর্শিদাবাদ৷ এখানে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মাস্কের ভিতর টাকা ভরে বিলি করার অভিযোগ উঠল৷ টাকার টোপ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ 

আরও পড়ুন- সকাল সকাল ভোট দিয়ে কমিশনকে তুলোধোনা নুসরতের, মন্দিরে পুজো দিলেন সুব্রত

এদিন বুথে পৌঁছনোর পর দেখা যায় কংগ্রেস প্রার্থী ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে মাস্ক বিলি করছেন৷ তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, করোনার জন্য মাস্ত বিলি করা হচ্ছে৷ মাঝেরপাড়া প্রাইমারি স্কুলে ২৩৮ নম্বর বুথের ঘটনা৷ কিন্তু তিনি বুথ থেকে বেরনোর পরেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেন৷ তৃণমূলের অভিযোগ, তিনি ভোটের লাইনে দাঁঢ়ানো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ প্রতিবাদে তাঁকে দীর্ঘ সময় ঘেরাও করে রাখা হয়৷  কেন তিনি ভোটারদের প্রভাবিত করছেন সেই প্রশ্ন তোলা হয়৷ ইতিমধ্যে মহিলাদের অভিযোগ, তিনি শুধু মাস্ক বিলি করছিলেন না, টাকা দেওয়ার প্রলোভনও দেখান৷ অনেককে টাকাও দেন৷ এদিকে প্রার্থীক পাল্টা বক্তব্য, করোনা পরিস্থিতিচে ভোট হচ্ছে৷ তাই যে বুথেই তিনি যাচ্ছেন, সেখানে মাস্ক দিচ্ছে৷ এই অশান্তির খবর পেয়েই কিউআরটি টিম নিয়ে ঘটনাসথ্লে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =