কলকাতা: বর্ষার মরশুমেও বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে৷ গত জুন মাসে স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম বৃষ্টি হয়েছে কলকাতায়৷ জুলাইয়ের গোড়াতেও দক্ষিণে জারি বৃষ্টির খরা৷ প্রায় ছ’দিন বিশ্রামের পর, বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা বা মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷ তাতে অবশ্য পরিস্থিতিতে বড়সড় বদল ঘটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন কলতাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আদ্রতাজনিত অস্বস্তি বিন্দুমাত্র কমেনি৷
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলবে না। বৃষ্টি হলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখার অবস্থান দক্ষিণবঙ্গের অনেকটা উপরে৷ কোনও নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নেই। পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে বৃষ্টির পরিমাণ বাড়ত। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত থাকলেও সেটি পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটাই দূরে৷ ফলে রাজ্যের উপর তার খুব বেশি প্রভাব পড়ছে না। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ওই ঘূর্ণাবর্তটি কিছুটা উত্তরমুখে অগ্রসর হওয়ায় বুধবার কলকাতায় বৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ তবে এটি নিম্নচাপে পরিণত হওয়ায় সম্ভবনা নেই৷