ভগবতের সমালোচনায় নয়া সমীকরণ বিজেপি-আরএসএস সম্পর্কে

ভগবতের সমালোচনায় নয়া সমীকরণ বিজেপি-আরএসএস সম্পর্কে

নয়াদিল্লি:  যে ভাবে দেশের করোনা পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে তাতে নাখুশ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)৷ সরাসরি সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত৷ ২০১৪ সালে যে আরএসএস নেতৃত্ব নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরেছিল, তারাই এখন মোদীর ভূমিকায় হতাশ৷ 

আরও পড়ুন- করোনা কাঁটা, চলতি মাসেই বেকারত্বের হার হবে সর্বোচ্চ

সম্প্রতি একটি বিবৃতিতে মোহন ভগবত বলেছিলেন, সরকার, প্রশাসন ও জনগণের আত্মতুষ্টিই কোভিড পরিস্থিতির জন্য দায়ী৷ প্রথম ঢেউয়ের পর বারবার সতর্ক করেছিলেন চিকিৎসকরা৷ কিন্তু তা সত্বেও সেই সতর্কতা উপেক্ষা করা হয়েছে৷ তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা ভয় পাব না৷ বরং কঠিন পাথরের মতো রুখে দাঁড়াব৷’’ ভগবতের এই মন্তব্যের পরেই আরও এক আরএসএস নেতা রাম মাধব, যিনি বিজেপি’র সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন, প্রথমে সরকারকে কমেন্টেটর লাগছিল৷ কিন্তু এর থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে৷ কিছুটা স্বচ্ছতা, সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের আরও বেশি সংযোগ এবং গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের বাইরে থেকে বিশেষজ্ঞের মতামতের প্রতি আরও কিছুটা উন্মুক্ততা সরকারের প্রচেষ্টাকে সফল করতে সহায়তা করবে।

২০১৪ সালে মোদীকে সম্পূর্ণ সমর্থন করেছিল আরএসএস৷ সঙ্ঘ নেতারা মনে করেছিল, মোদীই হিন্দু হৃদয় সম্রাট আদবানীর সঠিক বিকল্প৷ কেউ তাঁর হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না৷ মোদী হয়ে উঠেছিলেন বিকাশ পুরুষ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে এই আরএসএস-ই হয়ে উঠেছে মোদীর সবচেয়ে বড় সামোলচক৷ ভগবত বলেন,  আমরা এই পরিস্থিতির মধ্যে পড়েছি কারণ সরকার প্রশাসন বা মানুষ- কেউই সঠিক ভাবে নিজেদের কাজ করেননি। তাঁর এই বক্তব্য নিশ্চিত ভাবে চাপে ফেলেছে বিজেপি নেতৃত্বকে৷ আর সেই সঙ্গে মোহন ভগবতের এই সমালোচনা নতুন সমীকরণ তৈরি করল মোদী-আরএসএস-এর মধ্যে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =