সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান, কটাক্ষ মহম্মদ সেলিমের

সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান, কটাক্ষ মহম্মদ সেলিমের

কলকাতা: নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগানে ‘অপমানিত’ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ভাষণ বয়কট করলেন তিনি। গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি উভয়কে কটাক্ষ করলেন বাম নেতা মহম্মদ সেলিম।

শনিবার নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্রীর সরকার। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু সঞ্চালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বক্তব্য রাখার জন্য পোডিয়ামে আমন্ত্রণ জানালেই তাল কেটে যায় অনুষ্ঠানের। কিছু অতি উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে বসেন। আর তাতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।

প্রতিবাদ করে বলেন, “সরকারি কর্মসূচির একটা শালীনতা থাকা দরকার। সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে রূপান্তরিত করা হচ্ছে। এটা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচির নয়। এটা সমস্ত দলের এবং মানুষের কর্মসূচি। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ এরকম একটা অনুষ্ঠান কলকাতায় আয়োজন করার জন্য। কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করে থাকে বেইজ্জত করা আপনাদের শোভা দেয় না।  এর প্রতিবাদে আমি কিছু বলবো না আজকে৷’’

এই ঘটনায় সাংবাদিকদের সামনে মুখ খোলেন বাম নেতা মোহাম্মদ সেলিম। শনিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মুখে প্রথম শোনা গেল কোনও সরকারি কর্মসূচিকে রাজনৈতিক দলের কর্মসূচিতে রূপান্তরিত করা উচিত নয়। যেটা উনি সব সময় করে থাকেন।” তিনি আরও বলেন, “এটা কি ধরনের ব্যবহার? যেখানে প্রধানমন্ত্রী তার বক্তৃতা শুরু করেছেন তিনবার জয় হিন্দ বলে, সেখানে বিজেপির চ্যালা-চামুন্ডারা জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে। আমাদের থেকে শিখতে হবে না, অন্তত প্রধানমন্ত্রীর থেকে তো শিখুক। এই ঘটনা খুবই লজ্জাজনক। কাদের জড়ো করেছে বিজেপি? সরকারের খরচে বিজেপি পিআর জব করেছে।” গোটা ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনৈতিক মহল। রাজ্য ও কেন্দ্র মধ্যে চলছে দ্বৈরথ। চলছে ট্যুইট যুদ্ধও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =