কলকাতা: পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ এদিকে, একাধিক দফায় পঞ্চায়েত ভোট করার দাবি জানিয়েছে বিরোধী বিজেপি। এই আবহে পঞ্চায়েত নির্বাচনে এক সঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী পাঠানো হবে না বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর আগে ২২ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়েছিল কেন্দ্র। বৃহস্পতিবার আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই জেলায় জেলায় অশান্তির খবর মিলেছে৷ এর পরেও কেন একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না অমিত শাহের মন্ত্রক, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কবে কি পঞ্চায়েত ভোট একাধিক দফায় করাতে কৌশলী ‘চাপ’? স্বরাষ্ট্র মন্ত্রক কি এটা বুঝিয়ে দিতে চাইছে যে, এক দিনে ৮০০ কোম্পানি বাহিনী দেওয়ার পক্ষপাতি নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক?
একাধিক দফায় ভোট করানোর দাবি জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘কেন্দ্রের পক্ষে এক সঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী দেওয়া সম্ভব নয়৷ কোনও সরকারই একসঙ্গে ৮০০ কোম্পানি দিতে পারবে না। গত বার পাঁচ দফায় ভোট হয়েছিল। এ বারও একাধিক দফায় ভোট করা হোক।’’ অন্যদিকে, বাহিনী নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘এক দফায় ভোট হলে ৮০০ কোম্পানি বাহিনী যথেষ্ট নয়। বাহিনীর সংখ্যাটা বিষয় নয়। সুষ্ঠু এবং অবাধ ভোটটাই জরুরি৷ আমাদের দাবি, সংখ্যা নিয়ে নয়। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। যেমনটা ২০১৩ সালে হয়েছিল।’’ এবার একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী দিতে রাজি না হয়ে কেন্দ্র কি তেমনই ‘চাপ’ দিতে চাইল?
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>