‘আমআদমি’ মোদী! সাধারণ যাত্রীর মতো মেট্রো সফর প্রধানমন্ত্রীর, ভাইরাল ভিডিয়ো

‘আমআদমি’ মোদী! সাধারণ যাত্রীর মতো মেট্রো সফর প্রধানমন্ত্রীর, ভাইরাল ভিডিয়ো

 নয়াদিল্লি:  বছর ঘুরলেই লোকসভা ভোট৷ তার আগে রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন৷ ২০২৪- এ ক্ষমতার অলিন্দে থাকতে মরিয়া গেরুয়া শিবির৷ নির্বাচনকে পাখির চোখ করেই কি জনসংযোগের কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুক্রবার তিনি ধরা দিলেন জনতার মাঝে৷ স্টেশনে গিয়ে টিকিট কেটে উঠে বসলেন মেট্রোতে৷ শুধু তাই নয়, চলন্ত ট্রেনে সহযাত্রীদের সঙ্গে খোশ মেজাজে গল্পও করলেন তিনি। যেন কোনও সাধারণ যাত্রী। এক লহমায় দেখে বোঝার উপায় নেই, ইনি ভারতের প্রধানমন্ত্রী। তবে তাঁর নাম যে নরেন্দ্র মোদী৷ চমক দিতে তিনি বরাবরই পছন্দ করেন৷ শুক্রবার সকালেও তেমনই চমক দিলেন মেট্রো যাত্রীদের৷ 

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার তাঁর। পূর্ব নির্ধারিত সময় সূচি মেনেই সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। তবে এদিন আর নিজের ভিভিআইপি গাড়ির কনভয় নিয়ে নয়, বরং তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেলেন সাধারণ যাত্রীদের মতো মেট্রোয় চেপে। সহযাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে এটাই প্রথম নয়৷ আর আগেও মেট্রোয় চেপেছেন নমো। তবে সেগুলি ছিল মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান। এভাবে কর্মব্যস্ত সময়ে হঠাৎ করে মেট্রোতে উঠে পড়তে আগে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে।

উল্লেখ্য, শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে  প্রধান অতিথির আসনে ছিলেন নমো। বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আগে পড়ুয়াদের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও আলাদা করে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে মোদীর এই সফর ঘিরে বিক্ষোভের একটা আশঙ্কা থাকায় একাধিক নির্দেশিকা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =