কৃষ্ণনগর: ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র৷ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ জানিয়ে আসছে তৃণমূল৷ শনিবার কৃষ্ণনগর থেকে পাল্টা সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন তিনি বলেন, তৃণমূলের শাসনে মা-মাটি-মানুষ কাঁদছে। তাঁর দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ২৫ লক্ষ ভুয়ো কার্ড বানিয়েছে রাজ্য। এমনকি যাদের জন্ম হয়নি তাদের নামেও জব কার্ড তৈরি করা হয়েছে। কৃষ্ণনগরের সভা তোপ দেগে নমো বলেন, তৃণমূল মানেই দুর্নীতি।
১০০ দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য। এছাড়াও ক্যাগ (CAG) রিপোর্টেও সমস্যা রয়েছে। এই সব কারণের জন্যই রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া যাচ্ছে না।