নন্দীগ্রাম তাঁকে অনেক দিলেও এখানকার মানুষকে অপমান করেছেন দিদি, তোপ নমোর

নন্দীগ্রাম তাঁকে অনেক দিলেও এখানকার মানুষকে অপমান করেছেন দিদি, তোপ নমোর

কাঁথি: কাঁথির অধিকারী গড়ে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দিলেন বহিরাগত খোঁচা৷ হুঙ্কার দিয়ে বললেন, দিদি এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়৷ এখানে খেলা নয়, সেবা হবে৷ বললেন বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি প্রকল্প দুর্নীতিমুক্ত হবে, কাটমানি বন্ধ হবে৷ তৃণমূলের খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে৷ কোনও তোলাবাজি নয়৷ সেই সঙ্গে নন্দীগ্রামমের মানুষকে অপমান করার অভিযোগও তুললেন নমো৷ 

আরও পড়ুন-  ভাইপো উইন্ডোয় সাহায্য আটকে গিয়েছে, ২ মে দিদিকে দরজা দেখাবে বাংলা, তোপ মোদীর

তিনি তোপ দেগে বলেন, তৃণমূলের খেলা বুঝে গিয়েছে বাংলার মানুষ৷ দিদি নন্দীগ্রামকে বদনাম করার জন্য একের পর এক মিথ্যে অভিযোগ তুলছেন৷ মিথ্যে প্রচার করা হচ্ছে৷ নন্দীগ্রাম দিদিকে অনেক কিছু দিয়েছে৷ মান-সম্মান সবকিছু দিয়েছে৷ আর উনি নন্দীগ্রামের মানুষের বদনাম করছেন৷ তাঁদের উপর মিথ্যে অভিযোগ আনছেন৷ সারা দেশে নন্দীগ্রামের মানুষকে বদনাম করা হচ্ছে৷ নন্দীগ্রামের মানুষ এই অপমান সহ্য করবে না৷ আপনার কাছে জবাব চাইবেই৷ তাঁৎ কথায়, নন্দীগ্রামের আত্মসম্মানী মানুষ আপনাকে এর সাজা দেবে৷ এই নির্বাচনে সেই জবাব আপনি পাবেন৷ তৃণমূল সরকার হল, কাট, কমিশন, তোলাবাজি আর সিন্ডিকেটের সরকার৷ তৃণমূল মানেই অরজকতা থেকে অন্ধকার৷ তৃণমূল মানেই হিংসা আর অত্যাচার৷ দিদির সরকার শুধুই অন্ধকার দিয়েছে৷   

তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে, ঘরে ঘরে শৌচালয় তৈরি করা হবে৷ পানীয় জলের ব্যবস্থা করা হবে৷ তৃণমূল আপনাদের কষ্টের চিন্তা নেই৷ মা-বোনেদের জন্য যে কাজ কেন্দ্রের বিজেপি সরকার করছে, তাঁকে ডবল ইঞ্জিন সরকার কয়েকগুণ বাড়িয়ে দেবে৷ জনতার কণ্ঠ শুনে ইস্তেহার বানিয়েছে বিজেপি৷ মানুষের সমস্যার কথা চিন্তা করে এটি তৈরি করা হয়েছে৷

আরও পড়ুন- ভোটের মুখে দিনহাটায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

মেদিনীপুর ভারতে কৃষি নির্ভরতার বড় কেন্দ্র৷ কিন্তপ দিদি এখানকার কৃষকদের আধুনিক মান্ডির সুবিধা, কোল্ড স্টোরেজ, ফুড প্রসেসিংয়ের সুবিধা থেকে বঞ্চিত রেখেছে৷ এবার পরিবর্তন আসবে৷ বিজেপি, লোকালের জন্য ভোকাল৷ প্রতিটি কৃষক আত্মনির্ভর ভারতের সুবিধা পাবে৷ বাংলার বিকাশের পথে গড়ে ওঠা প্রাচীর ২মে ভেঙে যাবে৷ কাটমানি নয়, সরাসরি অ্যাকাউন্টে টাকা যাবে৷ বাংলার বিজেপি সরকার গঠনের পরই গত তিন বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে৷ মোদী বলেন, দিদি যে টাকা দিতে দেয়নি সেই টাকা আমি দেব৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =