কলকাতা: বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবী ভাষণে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ খোঁচা দিয়ে বলেন, রানি সোনিয়া গান্ধী এবং কমান্ডার রাহুল গান্ধী রাজ্যসভায় অনুপস্থিত। সেই সুযোগের সদ্ব্যবহার করেই নিজের বক্তব্য পেশ করছেন খাড়্গে। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আগে বলা হয়নি। আমি আগের দিন খুব মন দিয়ে খাড়্গেজির কথা শুনছিলাম। উনি সাধারণত এতকথা বলার সুযোগই পান না। তবে এখন রানি ও কমান্ডার দু’জনেই নেই। তাই সুযোগের সদ্ব্যবহার করে নিলেন।” উল্লেখ্য মল্লিকার্ডুন খাড়্গে বর্তমানে কংগ্রেস সভাপতি৷ তবে কংগ্রেসের রাশ যে এখনও সোনিয়া গান্ধী এবং তাঁর পুত্র রাহুল গান্ধীর হাতেই রয়েছে, সে কথা মনে করিয়ে দিলেন তিনি৷ এখানেই শেষ নয়, মোদী গানের কলি ধার নিয়ে বলেন, “আজ একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এয়সা মউকা ফির কাঁহা মিলেগা।”
#WATCH | Prime Minister Narendra Modi says “I could not say it that day but I express my special gratitude to Kharge ji. I was listening to him with great attention and enjoyment that day. The lack of entertainment that we were missing in the Lok Sabha was fulfilled by him…” pic.twitter.com/ACN7AXLxHH
— ANI (@ANI) February 7, 2024