‘সন্দেশখালির ঘটনা মাথা নত করে দেয়, গোটা বাংলায় ঝড় উঠবে’, বারাসতের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

‘সন্দেশখালির ঘটনা মাথা নত করে দেয়, গোটা বাংলায় ঝড় উঠবে’, বারাসতের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

 কলকাতা: লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছি৷ আর কিছু দিনের মধ্যেই হবে ভোট ঘোষণা৷ বারবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আরামবাগ এবং কৃষ্ণনগরের পর বারাসতে জনসভা করলেন নমো৷ সেখানে থেকেও সন্দেশখালি ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী৷ বারাসতের কাছারি ময়দানের সভা থেকে রাজ্যের তৃণমৃল সরকারকে কড়া আক্রমণ শানালেন নমো৷ 

সন্দেশখালির বহিষ্কৃত নেতা শাহজাহানের গ্রেফতারি নিয়েও এদিন মুখ খোলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “নারীশক্তির এই অপমান শুধু সন্দেশখালিতেই সীমাবদ্ধ থাকবে না৷ গোটা বাংলায় সন্দেশখালি ঝড় উঠবে। তৃণমূলের নেতা-মন্ত্রীরা বাংলার মা-বোনেদের অপমান করেছে।” তৃণমূল সরকার এই কাজ করে ঘোর পাপ করেছে বলেও কটাক্ষ করেন মোদী৷

তাঁর কথায়, ‘‘সন্দেশখালির ঘটনা মাথা নত করে দেয়। অথচ আপনাদের সঙ্গে যা হয়েছে তার জন্য এই সরকারের কিছু এসে যায় না। হাই কোর্ট, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও মা বোনেদের উপর অত্যাচার করছে তৃণমূল নেতারা। আর সেই সব নেতাদের উপর ভরসা করছে দল। বাংলার মা-বোনেদের উপর ওদের ভরসা নেই। ওরা দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টায় ব্যস্ত।”

টার্ম ইনস্যুরেন্স কী? এই বিমা কেনার আগে মাথায় রাখুন এই সব বিষয়, না হলেই মিুশকিল | Personal Finance | Term Insurance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =