gaganyaan
কলকাতা: মহাকাশে মানুষ পাঠাবে ভারত৷ তৈরি ‘গগনযান’৷ ইসরোর মুকুটে আরও একটা সাফল্যের পালক জোড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগনযান মিশন নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এবার এই অভিযানের চার পাইলটের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র থেকে চারজন পাইলটের নাম ঘোষণা করেন তিনি। তাঁরা সকলেই উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন৷ এই চারজন হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্লা।
২০২৪-২৫ সালের মধ্যেই এই অভিযান সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে৷ এই অভিযানে তিন মহাকাশচারীকে মহাকাশে ৪০০ কিমি কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। তিনদিনের মহাকাশ সফর সেরে তাঁরা ভারতের সাগরে অবতরণ করবেন৷ মহাকাশযানে থাকবে লাইফ সাপোর্ট সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং মহাকাশে মানুষের জীবন বাঁচিয়ে রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস৷