দল জিতলে মুখ্যমন্ত্রী কে? দিলীপকে প্রশংসা করে কী ইঙ্গিত দিলেন মোদী?

খড়গপুরের জনসভায় দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে লড়ছেন না দিলীপ ঘোষ, চতুর্থ বারের প্রার্থী তালিকা ঘোষণার আগে সংবাদমাধ্যমের কাছে নিজেই জানিয়েছিলেন সে কথা। আর তারপরেই দলের অন্দরে তাঁর অবস্থান নিয়ে উঠে গিয়েছিল একাধিক প্রশ্ন। তবে কি বিজেপির আদি-নব্য সংঘাতের শিকার স্বয়ং রাজ্য সভাপতিও? তবে কি শুভেন্দু অধিকারী রুদ্রনীল ঘোষ আর রাজীব বন্দ্যোপাধ্যায়দের জৌলুসে বঙ্গ বিজেপিতে গুরুত্ব হারাচ্ছেন তিনি? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেছে স্বয়ং নরেন্দ্র মোদীর ভাষণ থেকেই।

খড়গপুরের গেরুয়া প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী। তিনি বলেন, “দলকে জেতানোর জন্য এই মানুষটি গত কয়েক বছর ধরে নিশ্চিন্তে ঘুমোননি। ভয় হামলা সত্ত্বেও কাজ করে গেছেন। দিদির ধমকেও কখনো পিছিয়ে আসেননি।” স্বয়ং মোদীজির এই দরাজ সার্টিফিকেট আর যাই হোক, বিজেপিতে দিলীপ ঘোষের অবস্থান সম্পর্কে ওঠা প্রশ্নে দাঁড়ি টেনেছে। কেন্দ্রীয় নেতৃত্ব যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির উপর সন্তুষ্ট তারই প্রমাণ বহন করেছে নরেন্দ্র মোদীর মন্তব্য। আর রাজ্য রাজনীতির আঙিনায় তাই এবার উঁকি মারছে আরো একটি জোরালো প্রশ্ন। তবে কি গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে চমক দিলীপ ঘোষই?

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, তা এখনও খোলসা করেনি গেরুয়া শিবির। ভোটের পরে দল জিতলেই তা সামনে আনা হবে। কিন্তু এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা যে একেবারেই নেই তা বিশ্বাসযোগ্য নয়। আর এদিনের নরেন্দ্র মোদীর ভাষণ উস্কে দিয়েছে সেই প্রশ্ন। দলের টিকিট না দিয়ে দিলীপ ঘোষকে হয়তো পদ্ম শিবির জমিয়ে রেখেছে খেলা শেষের চমক হিসেবেই।

নরেন্দ্র মোদীর প্রশংসা বার্তা পেয়ে উচ্ছ্বসিত দিলীপ ঘোষের মুখেও কিন্তু এদিন শোনা গেছে অনুরূপ ইঙ্গিত। তাঁকে প্রশ্ন করা হলে সাংবাদিককে তিনি জানান, “আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করছি। আমার নেতা আমার উপর খুশি। আমার পরিশ্রম সার্থক হয়েছে।” তিনি আরো বলেন, “এতদিন সবাই বলছিল দলের মুখ নেই, এখনই মুখ তৈরি হয়ে গেল।” ভোটের আগে ইঙ্গিতবহ এই মন্তব্য উত্তাপ বাড়িয়েছে রাজ্য রাজনীতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =