মঞ্চের পিছনে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করলেন মোদী, কী বললেন?

মঞ্চের পিছনে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করলেন মোদী, কী বললেন?

বারাসত: বারাসতের সভা থেকে বুধবার ফের সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন বারাসতের সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালির মহিলারাও।

মঞ্চের পিছনে অপেক্ষায় ছিলেন পাঁচজন৷ প্রধানমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে কথা বলেন৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিকাশ সিং। প্রায় ৬-৭ মিনিট সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি৷ প্রধানমন্ত্রী নিজে তাঁদের সব কথা শোনেন এবং আশ্বস্ত করেন৷ কেন্দ্রের পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্বও বিষয়টি দেখবেন বলে জানান প্রধানমন্ত্রী মোদী৷ রাজ্য বিজেপির নেতৃত্ব বিষয়টি দেখবেন বলে জানান মোদী৷ 

এদিন মঞ্চ থেকে মোদী বলেন, ‘‘সন্দেশখালি দেখিয়েছে, বাংলার মেয়েদের জন্য বিজেপি কী ভাবে আওয়াজ তোলে। আর তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা-বোনেদের সুরক্ষা দিতে ব্যর্থ। কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে।’

টার্ম ইনস্যুরেন্স কী? এই বিমা কেনার আগে মাথায় রাখুন এই সব বিষয়, না হলেই মিুশকিল | Personal Finance | Term Insurance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 13 =