কৃষ্ণনগরে মোদীর সঙ্গে বৈঠক সারলেন সুকান্ত-শুভেন্দুর, ২২ মিনিটে কী নিয়ে আলোচনা?

কৃষ্ণনগরে মোদীর সঙ্গে বৈঠক সারলেন সুকান্ত-শুভেন্দুর, ২২ মিনিটে কী নিয়ে আলোচনা?

কৃষ্ণনগর: সামনেই লোকসভা ভোট৷ তার ঠিক আগে দু’দিনের সফের বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রথমে হুগলির আরমবাগ৷ তার পর কৃষ্ণনগরে জনসভা করেন তিনি৷ তবে এখানেই শেষ নয়৷ দিনকয়েক পরই ফের এ রাজ্যে আসার কথা তাঁর৷ শনিবার প্রথমে প্রশাসনিক সভা ও পরে জনসভার মাঝেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ২২ মিনিট একান্তে কথা হয় তাঁদের মধ্যে। একদিকে সন্দেশখালি ইস্যুতে সরগরম রাজ্য৷  অন্য়দিকে বাড়ছে ভোটের উত্তাপ৷ তার মধ্যে বঙ্গ নেতৃত্বের সঙ্গে এই বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা। কী নিয়ে আলোচনা হল তাঁদের?

সূত্রের খবর, নদিয়া সাংগঠনিক জেলা নিয়ে কথা তাঁরা আলোচনা করেছেন৷ পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =