বঙ্গ সফরে মোদী, মুখ ঢেকে মুখোমুখি হবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’রা, পরিকল্পনা বিজেপির

বঙ্গ সফরে মোদী, মুখ ঢেকে মুখোমুখি হবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’রা, পরিকল্পনা বিজেপির

c1d0038df78e80cfdc211947e0a8c12f

কলকাতা:  উত্তপ্ত সন্দেশখালি৷ রাজ্য রাজনীতিতে চর্চার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগণার এই ছোট্ট দ্বীপ অঞ্চল৷ এবার সন্দেশখালি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকেই জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই সভায় সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের নিয়ে আসার পরিকল্পনা করেছে বিজেপি নেতৃত্ব। আলাদা মঞ্চ করে বসানো হবে তাঁদের। সেখানেই কাপড়ে মুখ আড়াল করে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন সন্দেশখালির নির্যাতিতারা৷ 

মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসার কথা নমোর৷ সন্দেশখালিতে মহিলাদের উপর যে ‘নির্যাতন’ হয়েছে, তা নিয়ে কথা বলতে পারেন তিনি। পরে সুকান্ত মজুমদার দিল্লিতে বসেই প্রধানমন্ত্রীর আসার তারিখ নিশ্চিত করেন। জানা গিয়েছে, ৬ মার্চ বারাসতে ‘মহিলা সম্মেলন’ করবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *