এআইয়ের কারসাজি! ভোট সেলিব্রেশনে মোদী-মমতা

দিল্লি: মিটেছে লোকসভা ভোট। ফল প্রকাশের পর নতুন সরকারও দিল্লির মসনদে বসেছে। এই আবহে খানিকটা সেলিব্রেশনের মুডে দেশের নেতা নেত্রীরা। কেউ বাজাচ্ছেন ক্যাসিও, কেউ আবার…

দিল্লি: মিটেছে লোকসভা ভোট। ফল প্রকাশের পর নতুন সরকারও দিল্লির মসনদে বসেছে। এই আবহে খানিকটা সেলিব্রেশনের মুডে দেশের নেতা নেত্রীরা। কেউ বাজাচ্ছেন ক্যাসিও, কেউ আবার সুর ধরেছেন গিটারে… রাহুল-মোদী এক টেবিলে বসে গল্প জুড়েছেন। সামনে তাঁদের ফ্রুট জুস। ভাবছেন এমনটা কী করে সম্ভব? না না এই ছবি বাস্তবের মাটিতে নয়। সবটাই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের কেরামতি। যা কিছু কল্পনার বাইরে, সেটাই বাস্তবে এনে হাজির করে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার সেই প্রযুক্তির হাত ধরেই এমন ‘ব্যতিক্রম’ ছবি।

বাস্তবে রাজনীতি সম্ভাবনাময়… কোনও কিছুই নিশ্চিত করে বলা যায় না। তাই বলে ডিজে অমিত শাহের মিউজিকে খড়গে, নাড্ডার নাচ একেবারেই অকল্পনীয়। আবার রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংস্কৃতিক চর্চার কথা সকলেই জানেন। অনেক বাদ্যযন্ত্রেই তিনি পারদর্শী। এখানেও তিনি হাজির ক্যাসিওয়। নজর কেড়েছে তাঁর সাজ। খোঁপায় সাদা ফুল গুজে হাসি মুখে ভোট সেলিব্রেট করছেন বাংলার মুখ্যমন্ত্রী। ভিড়ের মাঝে শশী থারুর, মহুয়া মৈত্রের দেখাও মিলবে…

আবার স্যাক্সোফোন হাতে উদ্ভব ঠাকরে আর দেবেন্দ্র ফড়নবীশ যেমন রয়েছে তেমনই আছেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। তবে তিনি এখানেও জেলবন্দি। রাজনীতির ময়দানে থাকা বাকিরা সেলিব্রেশনের মুডে থাকলেও তিনি জেলে শুকনো রুটি হাতে বসে… চব্বিশের ভোটে হেরেছেন, তবে তাতে কী? নির্মলা সীতারমণের পাশে দেখা মিলেছে স্মৃতি ইরানিরও।

ভোটের ফলে উত্তর প্রদেশে ধরাশায়ী দশা বিজেপির। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বাজিমাৎ করেছে সমাজবাদী পার্টি। বাস্তবে অখিলেশের সঙ্গে এনিয়ে যোগী আদিত্যনাথের যতই বিরোধ থাক না কেন, এআই তাঁদের দুজনকে দাঁড় করিয়েছে একসঙ্গে। গিটার হাতে এক সঙ্গে পারফর্ম করছেন যোগী আর অখিলেশ। কয়েকদিন আগেই নীতিশের সঙ্গে তেজস্বীকে এক বিমানে যাত্রা করতে দেখা গিয়েছিল। যা নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে এবার মাইক হাতে গায়কের ভূমিকায় তাঁরা।

ভোটকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক কচকচানি দেখেছে গোটা দেশ। পরস্পরের দিকে কুৎসা, আক্রমণ অনেক কাদা ছুড়েছেন নেতা নেত্রীরা। সেই সবকে বিদায় জানিয়ে মিষ্টি মুহূর্ত তৈরি করেছে এআই। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। বিবাদ, তরজা ভুলে রাজনৈতিক নেতা-নেত্রীদের এমন ভোল বদলের ছবি মন কেড়েছে নেটিজেনদের। এআইয়ের এমন ‘রং’ মিলান্তি মন কেড়েছে… অনেকেরই প্রশ্ন, আহা! যদি সত্যিই এমন হত? মন্দ হত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *