করোনা সতর্কতায় নয়া বার্তা চিকিৎসকের, প্রশংসায় পঞ্চমুখ মোদী

করোনা সতর্কতায় নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। প্রতিটি রাজ্যের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। সংক্রমণ রুখতে জনসচেতনতা কর্মসূচিরও পদক্ষেপ করা হয়েছে। সর্বোপরি একযোগে লড়ার সংকল্প নিয়েছে দেশবাসী। এই পরিস্থিতিতে দিল্লির এইমস-এর চিকিৎসক যে বার্তা দিলেন, তা মন ছুঁয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। টুইট করে তিনি প্রশংসা করেছেন ওই চিকিৎসকের।

8c085c031eaaa9731ef72ca8a13f8eda

নয়াদিল্লি: করোনা সতর্কতায় নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। প্রতিটি রাজ্যের উদ্দেশ্যে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। সংক্রমণ রুখতে জনসচেতনতা কর্মসূচিরও পদক্ষেপ করা হয়েছে। সর্বোপরি একযোগে লড়ার সংকল্প নিয়েছে দেশবাসী। এই পরিস্থিতিতে দিল্লির এইমস-এর চিকিৎসক যে বার্তা দিলেন, তা মন ছুঁয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। টুইট করে তিনি প্রশংসা করেছেন ওই চিকিৎসকের।

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এই দেশে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪। করোনা মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করছেন চিকিৎসকরা। দিল্লির এইমস-এর চিকিৎসক অমরিন্দর সিং মালিহ তাঁদেরই একজন। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, 'আমি আপনাদের জন্য কাজ করছি। আপনি আমাদের জন্য ঘরে থাকুন।' তাঁর এই বার্তা একটি সর্বভারতীয় সংবাদসংস্থা টুইটে জানানোর পরেই চোখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।