modi
নিজস্ব প্রতিনিধি: প্রচারে বিজেপির নয়া ব্র্যান্ড মোদীর গ্যারান্টি। আর সে কথা নিজের মুখেই বলছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষ যখন অসহায় বোধ করবেন, যখন তাঁদের সব আশা শেষ হয়ে যাবে, তখন যেন কেউ ভেঙে না পড়েন। কারণ তাঁদের জন্য রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ কথা নিজেই বললেন খোদ প্রধানমন্ত্রী। তাঁর কথায়, সব আশা শেষ হয়ে গেলেও হতাশ হওয়ার কারণ নেই। যতদিন মোদীর গ্যারান্টি আছে ততদিন কেউ যেন হতাশ না হন। ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র উদ্বোধন করতে গিয়ে এমনটাই বলেছেন মোদী। ভার্চুয়ালি এই যাত্রার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন, “আতিমারি কোভিড পরিস্থিতিতে দেশবাসী যাতে স্বস্তি পায় তার জন্য সবরকম চেষ্টা করেছে কেন্দ্র। গরিব মায়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা দিয়েছে আমাদের সরকার। গোটা দেশবাসীর জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল। মানুষের দরজায় দরজায় খাদ্যশস্য পৌঁছে গিয়েছে। মনে রাখবেন যেখানে সব আশা শেষ হয় সেখান থেকেই শুরু হয় মোদীর গ্যারান্টি।”
লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে আরও উঁচুতে তুলে ধরতে বিজেপি মোদীর গ্যারান্টি এই শব্দবন্ধ ব্যবহার করতে শুরু করেছে বহুদিন ধরেই। সদ্য হিন্দি বলয়ের তিনটি রাজ্যে বড় জয় পেয়েছে বিজেপি। সেই তিনটি রাজ্যে জেতার জন্য বিজেপি পুরো কৃতিত্ব দিচ্ছে প্রধানমন্ত্রীকে। কারণ একাধিক সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে। কিন্তু কাউকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে না ধরে মোদী নিজের কাঁধে ওই তিনটি রাজ্যে ব্যাপকভাবে প্রচার করেন। তাঁকে বলতে শোনা যায় মোদী গ্যারান্টির কথা। প্রধানমন্ত্রী এই বার্তাই দিতে চেয়েছেন যে বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয় না। যা বলবে সেটা দ্রুত বাস্তবায়িত হবে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে এই মোদী গ্যারান্টি শব্দবন্ধ যে বিজেপির প্রচারে অন্যতম প্রধান হাতিয়ার হবে সেটা স্পষ্ট। এই বিষয়টিকে কার্যত নতুন ব্র্যান্ড বানাতে চাইছে গেরুয়া শিবির। তাতে বিজেপির পালে আরও হাওয়া লাগে কিনা সেটাই এখন দেখার।