ইন্দিরা সরকারের আইন ঘুচিয়ে বেসরকারি হাতে যাবে ব্যাঙ্ক? পদক্ষেপ কেন্দ্রের!

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে কেন্দ্র৷ বেসরকারিকরণের জন্য সংশোধন করা হবে আইন৷ ইন্দিরা গান্ধীর আমলের আইন সংশোধন করতে চলেছে কেন্দ্র সরকার৷

 

নয়াদিল্লি: মোদী সরকারের আমলে ব্যাঙ্ক তথা অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের যে হিরিক দেখা দিয়েছে, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে সরব বিরোধী দলগুলি। কিন্তু শত সমালোচনা ও আক্রমণ সত্ত্বেও সরকারের কাজ থেমে থাকছে না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিক্রি করে দেওয়ার জন্য এবার পূর্ববর্তী আইন সংশোধনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে তৈরি আইন সংশোধন করে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রক্রিয়া আরো সহজ করার কথা ভাবছে কেন্দ্র সরকার, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ইতিমধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকের মধ্যে শুরু হয়ে গেছে আলোচনাও। জানা গেছে, বিশ শতকের মূলত দুটি আইন সংশোধন করার কথা ভাবা হচ্ছে। সেগুলি হল অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অব আন্ডারটেকিংস আইন, ১৯৭০ এবং ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অব আন্ডারটেকিংস অ্যাক্ট, ১৯৭০। এই দুটি আইনই এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 

বস্তুত, ব্যাঙ্ক সংক্রান্ত আইন সংশোধন করার জন্য আগে সংসদে বিল আনা প্রয়োজন। তারও আগে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন করাতে হবে প্রস্তাবিত সংশোধনী। এরপরেই সম্ভব সংশ্লিষ্ট আইনের সংশোধন। ইন্দিরা গান্ধী আমলের যে দুটি আইনে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে সেগুলি বেসরকারি ব্যাঙ্ক গুলির জাতীয়করণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। জাতীয়করণের পথ যে তারপর থেকে আরো মজবুত হয়েছিল তা বলা বাহুল্য। কিন্তু ৫০ বছর পর এবার উল্টো পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। 

সূত্রের খবর, ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য প্রয়োজনীয় সংশোধনী বিল আনা হবে বাজেটের বর্ষাকালীন অধিবেশনে। অর্থাৎ আগামী মার্চে বাজেটের যে দ্বিতীয় পর্যায়ের অধিবেশন বসতে চলেছে তাতে এই বিল আনা হচ্ছে না। সম্প্রতি নতুন অর্থবর্ষের যে বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন, তাতে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের মাধ্যমে আদায় করা হবে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 14 =