নয়াদিল্লি: আন্তর্জাতিক নারী দিবসের সকালে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক ধাক্কায় ১০০ টাকা কমানো হল রান্নার গ্যাসের দাম। নারী দিবসে মা-বোনেদের ‘উপহার’ হিসাবেই গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন নমো। ২০২৪ লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই৷ তার আগে এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে প্রধামন্ত্রী লেখেন, “আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডার পিছু ১০০ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা হ্রাস করবে। বিশেষ ভাবে উপকৃত হবে আমাদের নারী শক্তি৷ রান্নার গ্যাসকে সাশ্রয়ী করে তোলার মাধ্যে দিয়ে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি।’ তাঁর কথায়, ‘ এটা নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে আমাদের আরও একটা প্রচেষ্টা।” শুক্রবার রাত ১২টার পর থেকেই কার্যকর হয়ে যাবে নয়া দাম৷