কমছে না সুদ, বাড়ি-গাড়ির চড়া ইএমআই থেকে নিস্তার নেই মধ্যবিত্তের

কমছে না সুদ, বাড়ি-গাড়ির চড়া ইএমআই থেকে নিস্তার নেই মধ্যবিত্তের

Rising Interest Rates

 নয়াদিল্লি: ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু এতে কোনও লাভ হচ্ছে না আম জনতার৷ বাড়ি-গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ব্যাঙ্কঋণের উপর ধার্য চড়া সুদের হার কমার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ফলে কোনও ভাবেই ইএমআই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না মধ্যবিত্ত৷ শুক্রবার ইনস্টিটিউট অব ইকনমিক গ্রোথ আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আম আদমির মনে একটাই প্রশ্ন, ব্যাঙ্কঋণে সুদের হার কমবে কবে? এই প্রশ্নই এদিন ছুড়ে দেওয়া হয়েছিল গভর্নরকে। জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, ‘সেটা এখনই বলা সম্ভব নয়। তবে অদূর ভবিষ্যতে কখনই নয়। এখনই সুদের হার কমানো নিয়ে কিছু ভাবা হচ্ছে না।’’ (Rising Interest Rates)

কেন সুদের হার কমামোর কথা ভাবছে না আরবিআই ও কেন্দ্রের মোদী সরকার? এর জন্য অবশ্য দায়ী মূল্যবৃদ্ধি। শুধুমাত্র এই কারণেই গত দেড় বছর ধরে রেপো রেট ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।  বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্কঋণে সুদের হার। তবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এদিন গভর্নরের মন্তব্য থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, সামগ্রিক মূল্যবৃদ্ধি কিছুটা কমে যাওয়ার ক্ষীণ প্রবণতা তৈরি হয়েছিল। কিন্তু খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতিপ্রকৃতি অনিশ্চিত। আর সেটা নিয়ে কোনও ভবিষ্যৎবাণী করতে পারছি না। তাই এখনই রেপো রেট কমানোর কথা ভাবা যাচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =