কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট৷ দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হুগলির আরামবাগের পর শনিবার কৃষ্ণনগরে সভা করেন তিনি৷ যা কিনা আবার তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের গড় হিসাবে পরিচিত৷ অনেকেই মনে করেছিলেন, এদিন মহুয়াকে নিয়ে হয়তো সুর চড়াবেন নমো৷ সুর বেঁধে দিয়েছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিদেশের মাটি থেকে সংসদের লগ-ইন আইডি ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে সুকান্তর বক্তব্যে। থেমে থাকেননি শুভেন্দুও৷ উপস্থিত জনতার উদ্দেশ তিনি বলেন, ‘‘মনে আছে তো আমাদের আরাধ্য মা কালীকে কী ভাবে অপমান করেছিলেন মহুয়া মৈত্র। মহুয়ার ওই বক্তব্যের বদলা নিতে হবে ইভিএমে।” তবে এদিন মহুয়াকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না মোদী৷ ব্যক্তিগত আক্রমণের পথে পা না বাড়িয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী৷