‘দিদি, ও দিদি’, মোদীর ব্যাঙ্গের পাল্টা দিলেন মমতা! বললেন ‘ওরা ভ্যাঙাচি’

‘দিদি, ও দিদি’, মোদীর ব্যাঙ্গের পাল্টা দিলেন মমতা! বললেন ‘ওরা ভ্যাঙাচি’

 

আলিপুরদুয়ার: রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একবার তীব্র কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যখন দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তপ্ত হচ্ছে ভোটের উত্তাপে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন আলিপুরদুয়ার জেলার কালচিনিতে। সেখানেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে মমতা বললেন, “ব্যাঙাচি চেনেন তো? এরা হল ভ্যাঙাচি। খালি ভ্যাঙায়।”

ভোটের প্রচারে বাংলায় এসে জনসভার পর জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই জনসভার মঞ্চে তাকে বারবার সুর করে ‘দিদি, ও দিদি’ বলে তৃণমূল সুপ্রিমোকে ব্যঙ্গ করতে দেখা গিয়েছে। সেই নিয়েই এদিন পাল্টা আক্রমণ করলেন মমতাও। বললেন, “ব্যাঙের বাচ্চাকে আমরা বলি ব্যাঙাচি। আর ওরা ভ্যাঙাচি‌। খালি আমাকে ভ্যাঙায়। আমাকে যত ভ্যাঙাবে আমি তত খুশি। আমার ইম্পোর্টেন্স আছে বলেই তো ভ্যাঙায়।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে আরও বললেন, “সুকমায় ২১ জন জওয়ান মারা গেল। কিন্তু এতে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। বিজেপির সব বড় বড় নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা নিয়ে হোটেল দখল করে বাংলায় বসে আছে।” আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করে বললেন, “ট্রাম্পও মনে হয় এত দূর যাননি। নরেন্দ্র মোদী গেছেন। গণতন্ত্রকে ধর্ষিত করেছেন। গণতন্ত্রকে লুন্ঠন করেছেন।”

ভারতীয় জনতা পার্টির ওপর এদিন সমস্ত ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন, “নিজেদের গণতান্ত্রিক অধিকারের অপব্যবহার করে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। সাধারণ মানুষকে অত্যাচার করছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে। বাইরে থেকে গুন্ডা এনে মানুষকে ভয় দেখাচ্ছে, প্রভাবিত করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =