মোদির মন্ত্রিসভায় রদবদল! মন্ত্রী হচ্ছেন আরও এক বাঙালি? তুঙ্গে চর্চা!

মোদির মন্ত্রিসভায় রদবদল! মন্ত্রী হচ্ছেন আরও এক বাঙালি? তুঙ্গে চর্চা!

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভবনা৷ বাজেটে পেশের পর মোদির মন্ত্রীসভায় আসতে চলছে বেশ কিছু নতুন মুখ৷ সেই নতুন মুখের তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে বাংলার বিজেপি সংসদের নাম৷ বাবুল সুপ্রিয়ো, দেবশ্রী চৌধুরীর পর এবার আরও এক বাঙালির নাম উঠে আসতে পারে মোদির নয়া মন্ত্রিসভায়৷ আর এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷

লোকসভা ভোটের পর প্রথম পর্যায়ে মন্ত্রিসভার রদবদলের সম্ভবনা দেখা গিয়েছে৷ সুরেশ প্রভুকে আবার মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হতে পারে রাজধানীর অন্দরে শুরু হয়েছে কানাঘুষো৷ সূত্রের খবর, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার কথা মাথায় রেখে মোদির মন্ত্রিসভায় গুরুপত্ব পেতে চলেছে বাংলা৷ আর সেই সুবিদে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জল্পনা শুরু হয়েছে৷

অন্যদিকে, তামিলনাড়ুর এআ‌ইএডিএম ও বিহারের নীতীশ কুমারের দলকেও যুক্ত করা হবে মন্ত্রিসভায়৷ হরিয়ানার জোটসঙ্গী দুষ্যন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টিকেও দেওয়া হতে পারে মন্ত্রিসভায়৷ জোটসঙ্গীকে খুশি রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nineteen =