নয়াদিল্লি: এবার রাজ্যসভায় ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি৷ রাজ্যসভার জন্য লেখক তথা সমাজকর্মী সুধা মূর্তিকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে এই ঘোষণা করেন। সেই সঙ্গে সুধা মূর্তিকে অভিনন্দনও জানান। তাঁর কথায়, আমাদের দেশের ‘নারী শক্তি’ কতটা মজবুত, রাজ্যসভায় সুধাজির উপস্থিতিই তার প্রমাণ।
মোদী তাঁর পোস্টে লেখেন, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার সাংসদ পদে সুধা মূর্তিকে মনোনীত করেছেন। এই খবরে আমি অত্যন্ত খুশি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধা মারায়ণ মূর্তির অবদান অনস্বীকার্য। সামাজিক উন্নতি, শিক্ষাক্ষেত্র এবং জনহিতকর অনেক কাজ করেছেন তিনি।’’
প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘‘সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির উপস্থিতি ‘নারী শক্তি’র ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ। সাংসদ হিসাবে তাঁর এই সময়কালের জন্য অভিনন্দন জানাই।’’