modi
রায়পুর: আরও একবার দরিদ্র দেশবাসীর পাশে থাকার বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার। আগামী পাঁচ বছর বিনামূল্য রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন নমো। শনিবার ছত্তীসগঢ়ে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন নমো৷ সেখান থেকেই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তাঁর এই ঘোষণায় ৮০ কোটি দেশবাসী উপকৃত হবেন৷ এ প্রসঙ্গে মোদী বলেছেন, “আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদই আমাকে শক্তি৷ তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত৷ ” আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেনে তিনি৷
প্রসঙ্গত, ২০২০ সালে করোনাকালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল মোদী সরকার৷ সেই প্রকল্পের অধীনেই মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য দেওয়া শুরু হয়৷ সেই প্রকল্পকেই আগামী পাঁচ বছর চালু রাখার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।