বাইডেন-সুনকদের পিছনে ফেরে আরও একবার বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার আসনে মোদী

বাইডেন-সুনকদের পিছনে ফেরে আরও একবার বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার আসনে মোদী

modi

কলকাতা: বাইডেন, সুনকদের পিছনে ফেলে ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার তকমা ছিনিয়ে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য৷ সমীক্ষায় দেখা গিয়েছে, সারা বিশ্ব নেতৃত্বদের তালিকায় ১৫ নম্বরে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ১০ নম্বরে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সপ্তম স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু, তাঁদের সকলকে হারিয়ে পয়লা নম্বর স্থানটি দখল করে নিয়েছেন নমো৷ 

মার্কিন কনসালটেন্সি ফার্ম মর্নিং কনসাল্টের ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’-এর রিপোর্ট অনুয়ায়ী, মোদীর ‘অ্যাপ্রুভাল রেটিং’ সবচেয়ে বেশ৷ তাঁর উপর আস্থা রেখেছেন ৭৬ শতাংশ মানুষ (যাঁরা সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন)। তাঁর নেতৃত্বে আস্থা রাখতে পারেননি ১৮ শতাংশ মানুষ৷ এই নিয়ে মতামত জানাতে চাননি ছয় শতাংশ মানুষ৷

গত ৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ করেছিল ওই মার্কিন সংস্থা৷  সেই সময়ের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন৷ প্রতিটি দেশের (যে ২২ জন নেতার সমীক্ষা হয়েছে) তাঁদের দেশে প্রাপ্তবয়স্ক মানুষদের তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে। আমেরিকার সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৪৫,০০০মানুষ৷ অন্য দেশে সমীক্ষায় অংশ নেন ৫০০ থেকে ৫,০০০ মানুষ৷  

সমীক্ষা অনুযায়ী, বিশ্বের এই ২২ জন নেতার মধ্যে মোদীর নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ করেছেন সবথেকে কম মানুষ। তাঁর ‘ডিসঅ্যাপ্রুভাল রেটিং’ মাত্র ১৮ শতাংশ। তবে এই প্রথম নয়, এর আগেও ‘অ্যাপ্রুভাল রেটিং’-এর ভিত্তিতে একাধিকবার এই সমীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন নরেন্দ্র মোদী৷।

বলে রাখি, এবারের সমীক্ষায় দ্বিতীয় স্থান দখল করেছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। তাঁর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৬৪ শতাংশ। ছয় নম্বরে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৪২ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *