‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদীর মুখে রবীন্দ্রনাথের কবিতা

‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদীর মুখে রবীন্দ্রনাথের কবিতা

রাষ্ট্রপু্ঞ্জ: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিজের বক্তব্যের শুরুতেই তিনি করোনায় মৃদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ নিজের বক্তব্য শেষ করেন রবীন্দ্রনাথের কবিতায়৷ 

আরও পড়ুন- অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান! হুঙ্কার দিল ভারত

প্রধানমন্ত্রী বলেন, গত দেড় বছর ধরে গোটা বিশ্ব অতিমারির মোকাবিলা করছে৷ গত ১০০ বছরের এত বড় মহামারির সম্মুখীন হয়নি দেশ৷ এই ভয়ঙ্কর মহামারিতে প্রাণ হারানো সকল মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানাই৷ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ আমি এমন এক দেশের প্রতিনিধিত্ব করছি যাকে গণতন্ত্রের জননী বলে সম্বোধন করা হয়৷ এটা গণতন্ত্রেরই শক্তি যে, যে ছোট ছেলেটি একদিন রেল স্টেশনে চায়ের দোকানে বাবাকে সাহায্য করত, সে আজ চতুর্থবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দিচ্ছে৷ দীর্ঘ সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ও গত ৭ বছর দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে৷ 

তিনি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের ঐতিহ্য৷ বহু ভাষা, বহু বেশ ভারতকে একসূত্রে বেঁধে রেখেছে৷ এদিন নমো নিজের বক্তব্য শেষ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে৷ বলেন, ‘শুভ কর্মপথে ধরে নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান৷’ তাঁর কথায়, এই কথা প্রতিটি দায়িত্বশীল দেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক৷ নির্ভয় চিত্তেই প্রতিটি দেশকে এগিয়ে যেতে হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + one =