কোভিড পরিস্থিতি নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে সেনাপ্রধান, জানালেন বাহিনীর পরিকল্পনা

কোভিড পরিস্থিতি নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে সেনাপ্রধান, জানালেন বাহিনীর পরিকল্পনা

60e600cff5033c9b63acd3d75436e697

নয়াদিল্লি:  কোভিড পরিস্থিত মোকাবিলায় সেনা প্রধান এমএম নারাভানের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনাকালে সেনাবাহিনীর তরফে কী কী পদক্ষেপ করা হবে, সেই বিষয়ে নিয়েই এদিন তাঁদের মধ্যে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রী দফতর (পিএমও) সূত্রে খবর৷ 

আরও পড়ুন- দাদুর প্রাণ বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় অক্সিজেনের আর্তি, যুবকের বিরুদ্ধে মামলা যোগী রাজ্যে

সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে প্রধানমন্ত্রীকে জানান, বিভিন্ন রাজ্যে সরকারি হাসপাতালে উপস্থিত থাকবেন সেনার মেডিক্যাল স্টাফরা৷  তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতাল তৈরির কাজও চালাচ্ছে ভারতীয় সেনা৷ সেখানে চিকিৎসা করাতে পারবে সাধারণ মানুষ৷ সেনার এই উদ্যোগকে সাধুবাদ জানান নমো৷ সেনা প্রধান জেনারেল নারাভানে আরও জানান, আমদামি করা অক্সিজেন ট্যাঙ্কারগুলি বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে ও যানবাহন পরিচালানোর জন্য দক্ষতার প্রয়োজন হলেও সাহায্য করবে বাহিনী৷ 

দেশে কোভিড পরিস্থিতি ক্রমণ উদ্বেগজনক হয়ে উঠছে৷ এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় এগিয়েছে ভারতীয় সেনা৷ প্রতিদিন তৈরি হচ্ছে সংক্রমণের নতুন রেকর্ড৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন৷ প্রতি মিনিটে আক্রান্ত হচ্ছেন ২৬৩ জন৷ দৈনিক আক্রান্তের নিরিখে এটাই ভারতের সর্বকালীন রেকর্ড৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *