‘তৃণমূলে চোর-ধান্দাবাজ বেড়ে গিয়েছে’! ফের বিস্ফোরক সিঙ্গুরের মাস্টারমশাই

‘তৃণমূলে চোর-ধান্দাবাজ বেড়ে গিয়েছে’! ফের বিস্ফোরক সিঙ্গুরের মাস্টারমশাই

67e61f7b04e50b7e3790ff46d82a2c9e

চুচুঁড়া: সর্বভারতীয় তৃণমূলের ২৪ তম বর্ষপূর্তির দিনেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ তথা বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ দলের বর্ষপূর্তির অনুষ্ঠান ঘটা করে পালান করা হলেও গরহাজির ছিলেনসিঙ্গুরের তৃণমূল বিধায়ক৷ হরিপালের বিধায়ক বেচারাম মান্নাকে দেখা গেলেও ছিলেন না মাস্টারমশাই৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্টানে কেন গরহাজির? দলের বিরুদ্ধে ফের সবর হয়ে জবাব দিয়েছেন  রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ বিধায়কের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

সংবাদমাধ্যমে রবীন্দ্রনাথ ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, হরিপালের বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে তাঁর কোনও সমন্বয় নেই৷ বেচারাম নিজের মতো কাজ করচেন বলেও তুলেছেন অভিযোগ৷ মাস্টারমশাই সংবাদামধ্যমে জানিয়েছেন, ‘‌আমরা এক হয়ে কাজ করতে পারছি না৷ এটা ঠিক৷ তবে, মতামত আদালা হলেও   আমাদের উদ্দেশ্য তৃণমূলকে জেতানো৷’’ দলকে জাতেনোর লক্ষ্য থাকলেও মাস্টারমশাইয়ের অভিযোগ, ‘‘তৃণমূলে চোর আর ধান্দাবাজ বেড়ে গিয়েছে৷’’

মাস্টারমশাইয়ে মন্তব্যে বিদ্রোহ দেখা দিলেও সিঙ্গুরে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি বিধায়ক বেচারাম মান্নার৷ তাঁর দাবি, ‘‌এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নেই, সেটা বিধানসভা নির্বাচনে বোঝা যাবে৷ গোষ্ঠীদ্বন্দ্ব আসলে সংবাদমাধ্যমের তৈরি করা গল্প৷’’ বেচারামের দাবি, ‘‌এটা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে, দলের মন্তব্য নয়৷’’ দলের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের গারহাজিরা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক৷ সেই বিতর্ক প্রসঙ্গেও জবাব দিয়েছেন মাস্টারমশাই৷ তাঁর দাবি, ওই অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়নি৷ ফলে, তিনি আর যাননি সেখানে৷ বলেন, ‘‘ ‌আমাকে আমন্ত্রণ জানানো হয়নি৷ তবে, ওই অনুষ্ঠানে না গেলেও আমি জনসাধারণের সঙ্গে মিশে প্রতিষ্ঠা দিবস পালন করেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *